ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজ

আর যেতে হবে না ব্যাংকে, এবার UPI-এর মাধ্যমে ATM-এ টাকা জমা করুন, জানুন পদ্ধতি

আপনি যদি সহজ পদ্ধতিতে ক্যাশ জমা করতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো উপায়

Advertisement

এখনকার দিনে ভারতে কার্ডলেস ক্যাশ ডিপোজিট বেশ জনপ্রিয় একটা টাকা তোলার মাধ্যম হয়ে উঠেছে। এই ক্যাশ ডিপোজিট সিস্টেমের সাফল্য দেখে এবার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এটিএম এ টাকা জমা দিতে এখন আর ডেবিট কার্ড ব্যবহার করতে হবে না। অনেক ব্যাংক এখন কার্ডবিহীন আমানতের সুবিধা প্রদান করে থাকে তবে আরবিআই এটাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। ইউপিআই এর মাধ্যমে টাকা জমা করার সুবিধা, যোগ করতে চলেছে আর বি আই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুবিধা চালু হবে এবং আপনি কিভাবে কার্ড ছাড়া টাকা জমা করতে পারবেন।

আর বি আই এর তরফ থেকে এই সম্পর্কে একটি ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত পুরো পদ্ধতিটা না জানা গেলেও, যেটুকু তথ্য জানা গিয়েছে তা অনুযায়ী আপনাকে এটিএম স্ক্রিনে একটি ইউপিআই অথবা কিউআর কোড এর বিকল্প দেওয়া হবে। এখানে আপনাকে স্ক্যান করতে হবে আপনার ইউবিআই এবং তারপর আপনি সরাসরি টাকা জমা করতে পারবেন। আপনাকে আপনার ব্যাংকের বিবরণ লিখে সরাসরি টাকা জমা করতে হবে এটিএমে। কিউআর কোড স্ক্যান করার পরে আপনি যখন ইউপিআই পিন দেবেন তখন আপনার ব্যাংকিং বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হয়ে যাবে। ব্যাংকিং বিবরণ সম্পূর্ণ ঠিকঠাক থাকলে আপনি এটাকে নিশ্চিত করে এটিএম-এ নগদ জমা করতে পারবেন। এরপরে পুরো প্রক্রিয়াটা কার্ডবিহীন জমার সময় যেরকম করা হয় ঠিক সেরকম ভাবেই করা হবে।

আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এই সুবিধা কবে থেকে শুরু হবে তার ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি। আপনি যদি এই সুবিধা ব্যবহার করতে চান তবে আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ব্যাংক যেদিন থেকে এই সুবিধা শুরু করবে সেদিন থেকে আপনি টাকা জমা করতে পারবেন। ইউপিআই এর মাধ্যমে টাকা তোলার সুবিধা ইতিমধ্যেই দিয়েছে আরবিআই। আর এবারে শুরু হতে চলেছে ইউপিআই এর মাধ্যমে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া।

Related Articles

Back to top button