Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যাংকে ৫ লাখের বেশি জমা? আপনার টাকা ঝুঁকিতে! জেনে নিন RBI-এর নিয়ম

Updated :  Wednesday, April 2, 2025 6:02 PM

আজকের দিনে বিনিয়োগের প্রসঙ্গ এলেই বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিট (FD)-এর দিকেই ঝোঁকেন। এটি নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে অনেকেই জানেন না যে, ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি রাখা বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। কেন? আসুন বিস্তারিত জেনে নিই।

৫ লক্ষ টাকার বেশি রাখা উচিত নয় কেন?

ভারতের ব্যাংকিং ব্যবস্থা গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে ডিপোজিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) নামের এক বিশেষ ব্যবস্থা চালু করেছে।

DICGC হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) অধীনস্থ একটি সংস্থা, যা ব্যাংকে রাখা গ্রাহকদের টাকা বীমার আওতায় রাখে।
যদি কোনও ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহক ফেরত পাবেন।
৫ লক্ষ টাকার বেশি জমা থাকলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই।

৫ লক্ষ টাকার বেশি রাখলে কী হবে?

ধরা যাক, আপনি একটি ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা রেখেছেন। যদি কোনও কারণে ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি শুধুমাত্র ৫ লক্ষ টাকা ফেরত পাবেন, বাকি ৫ লক্ষ টাকা হারানোর ঝুঁকি থাকবে।

সঠিক পরিকল্পনা করে অর্থ সুরক্ষিত রাখুন

অনেকেই দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য FD বেছে নেন, তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি—

একই ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি জমা রাখবেন না।
বিভিন্ন ব্যাংকে টাকা ভাগ করে রাখুন— এতে ঝুঁকি কমবে।
FD ছাড়াও অন্যান্য বিনিয়োগের মাধ্যম বেছে নিন— যেমন মিউচুয়াল ফান্ড, সোনা, সরকারি স্কিম, পোস্ট অফিস স্কিম ইত্যাদি।
যৌথ অ্যাকাউন্ট থাকলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন।

অতিরিক্ত টাকা ব্যাংকে রেখে নিশ্চিন্ত থাকবেন না!

ফিক্সড ডিপোজিট নিরাপদ বিনিয়োগের বিকল্প হলেও, অতিরিক্ত টাকা একটি ব্যাংকে রাখলে আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। তাই DICGC-এর সীমা মেনে সঞ্চয়ের সঠিক পরিকল্পনা করুন এবং বিভিন্ন বিনিয়োগ মাধ্যম বেছে নিন— তবেই আপনার ভবিষ্যৎ থাকবে নিরাপদ!