২০১৯ সালের এপ্রিল মে মাসে ১২৬৪ কোটি টাকা বিজেপি খরচ করেছে লোকসভা ও চারটি রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে। ২০১৪ সালে বিজেপির খরচ হওয়া অর্থের পরিমাণ ছিল ৭১৪ কোটি টাকা। অর্থাৎ নির্বাচনের জন্য ২০১৪ সালে তুলনায় ২০১৯ সালে খরচ বেড়ে ৭৭ শতাংশ। তবে বিজেপির আয়ও বেড়েছে আগের বছরের তুলনায়। ২০১৮-১৯ সালে ২৪১০ কোটি টাকা আয় হয়েছে বিজেপির যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৩৪ শতাংশ বেশি।
নির্বাচন কমিশনকে বিজেপির খরচের হিসাব দিতে গিয়ে তারা জানিয়েছে কোন খাতে কত খরচ হয়েছে। সেখানে তারা দেখিয়েছে ১০৭৮ কোটি টাকা খরচ হয়েছে দলের প্রচারে। সংবাদ মাধ্যমের জন্য ৬.৩৩ লাখ টাকা, জনসভার জন্য ৯.৯১ কোটি টাকা এবং প্রচার সামগ্রিক জন্য খরচ হয়েছে ৪৬ লাখ টাকা। ২.৫২ কোটি টাকা খরচ হয়েছে অন্যান্য খাতে। সর্বমোট প্রার্থীদের জন্য খরচের পরিমাণ ১৮৬.৫ কোটি টাকা। স্টার প্রচারকদের জন্য খরচ করেছে ১৭৫.৬৮ কোটি টাকা। বিজ্ঞাপনের জন্য ৩২৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও বিধানসভা নির্বাচনের চারটি রাজ্যে অন্ধপ্রদেশ, উড়িষ্যা, সিকিম, ও অরুণাচল প্রদেশে ৬৫১কোটি টাকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন : এনপিআরের জন্য কোন ডকুমেন্টস বা বায়োমেট্রিক নেওয়া হবে না, জানাল সরাষ্ট্রমন্ত্রক
তুলনামূলকভাবে বিজেপি লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচার খরচ অনেকটাই কম। ২০১৪ সালে কংগ্রেসের খরচ ৫১৫ কোটি। যেখানে ২০০৯ সালে নির্বাচনে তাদের খরচ হয় ৮২৯ কোটি টাকা।