অফবিট

আগামী রবিবার বাঙালিদের দোল পূর্ণিমা, জেনে নিন পঞ্জিকা মতে পূর্ণিমা শুরু ও শেষের সময়

Advertisement

বিশ্বের সবচেয়ে বড় রঙের উৎসব দোল বা হোলি প্রায় চলেই এসেছে। বাংলায় এই উৎসব দোল পূর্ণিমা নামে বহুল প্রচলিত। অবশ্য ভারতের অন্যান্য জায়গায় এই উৎসব হোলি নামে পরিচিত। দোল এবং হোলি একই দিনে হয় না। সাধারণত দোলের পরদিন হোলি উৎসব থাকে। এই পবিত্র উৎসবে একে অপরকে রং এবং আবির মাখিয়ে শুভেচ্ছা জানায়। আসলে এই উৎসব হলো শ্রী শ্রী রামকৃষ্ণের আরাধনা উৎসব। এই বসন্ত উৎসবে প্রতিবছর বাঙালিরা তাদের প্রিয়জন বা কাছেরজনকে অভিনন্দন জানিয়ে, রঙ মাখিয়ে ও মিষ্টি বিতরণ করে উপভোগ করে। চলতি বছরে ২৮ মার্চ, ১৪ চৈত্র রবিবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠিত হবে। আজকের প্রতিবেদনে পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু এবং শেষের তালিকা একনজরে দেখে নিন।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

  • পূর্ণিমা তিথি আরম্ভ: ২৭ মার্চ শনিবার, ২০২১ অর্থাৎ বাংলায় ১৩ চৈত্র শনিবার, ১৪২৭ রাত ২ টো ৪৩ মিনিট ৩৫ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হবে।
  • পূর্ণিমা তিথি শেষ: ২৮ মার্চ রবিবার, ২০২১ অর্থাৎ বাংলায় ১৪ চৈত্র রবিবার, ১৪২৭ রাত ১২ টা ৫৪ মিনিট ৪২ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

  • পূর্ণিমা তিথি আরম্ভ: ২৭ মার্চ শনিবার, ২০২১ অর্থাৎ বাংলায় ১৩ চৈত্র শনিবার, ১৪২৭ রাত ৩ টে ২৭ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে।
  • পূর্ণিমা তিথি শেষ: ২৮ মার্চ রবিবার, ২০২১ অর্থাৎ বাংলায় ১৪ চৈত্র রবিবার, ১৪২৭ রাত ১২ টা ১৮ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে।

 

Related Articles

Back to top button