বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে অনেকসময় কারোর সূত্র ধরেও অনেকে ভাইরাল হন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি তেমনই এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই ভাইরাল হয়েছে এক মাঝবয়সী মহিলার নাচের ভিডিও, যা দেখে অবাক হয়েছেন সকলেই। আপাতত সেই ভিডিওই চর্চায় রয়েছে নেটমহলের একাংশের মাঝে।
ভাইরাল হওয়ার ভিডিওতে এক মাঝবয়সী মহিলাকে নিজেদেরই এক জন্মদিনের অনুষ্ঠানে ধামাকেদার হরিয়ানভি গানে সকলের সামনে নাচতে দেখা গিয়েছে। ভিডিওতে যে মহিলাকে নাচতে দেখা গিয়েছে তার নাম রেনুকা পানওয়ার। ছাই রঙের শিফন শাড়িতে ছিলেন তিনি। এদিন তিনি যে ঘরে নেচেছিলেন সেই ঘরটি পুরোটাই বেলুন দিয়ে সাজানো ছিল, যা দেখেই বোঝা গিয়েছে যে কোনো জন্মদিনের অনুষ্ঠান চলছিল এদিন। সেখানেই নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের মাঝেই মজার ছলেই নেচেছিলেন তিনি। পাশাপাশি নাচিয়েছিলেন পরিবারের বাকি সদস্যদেরও। অবশ্য সেই ঝলকও মিলবে ভাইরাল হওয়া ভিডিওতেই। ৮ মাস আগে ‘মোটিভেশনাল এইচ আর সঞ্জয় কুমার’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। বর্তমানে যা পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে। তবে এই ভিডিওটি দেখে এটুকু স্পষ্ট যে তিনি একেবারে ফিট। আপাতত সেই ভিডিওই রইল আরো একবার, দেখে নিন।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’