Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামীকালই হাসপাতাল থেকে ছুটি এবং সৌরভ ভবিষ্যতে ক্রিকেটও খেলতে পারবেন, জানালেন হার্ট বিশেষজ্ঞ দেবী শেট্টি

Updated :  Tuesday, January 5, 2021 1:57 PM

গত শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে বোঝে দাদার মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তারপর তার একটি ধমনীতে স্টেন বসানো হয়েছে। আরো দুটি ধমনীতে স্টেন কবে বসানো হবে সেই নিয়ে চিকিৎসক বোর্ডের চলছে আলোচনা। এরইমধ্যে আজ উডল্যান্ড হাসপাতালে সৌরভ গাঙ্গুলীকে দেখতে এলেন হার্ট বিশেষজ্ঞ দেবী শেট্টি।

দেবী শেট্টি আজ সৌরভকে দেখার পর জানিয়ে দেয় একদম ফিট আছে সৌরভ। ওর হার্টের কন্ডিশন খুব ভালো। আগামীকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তারপর ও ২ বা ৩ সপ্তাহ বিশ্রাম নিলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তারপর থেকে বিসিসিআই প্রেসিডেন্ট পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এমনকি চাইলে ক্রিকেট খেলতে পারবে। প্রসঙ্গত গতকাল সৌরভকে ভিডিও কনফারেন্সে দেখেছিলেন তিনি। তারপর আজকের দিনে কলকাতায় এসে থাকে সামনে থেকে দেখে গেলেন।

এছাড়াও দেবী শেট্টি আজ সৌরভকে দেখে বলেছেন, “ওর হার্টের কন্ডিশন খুবই ভালো। ভবিষ্যতে কোন সমস্যা হবে না। সৌরভ একজন জাতীয় সম্পত্তি। তার চিকিৎসার জন্য দেশের যে প্রান্তে সে থাকুক সেই প্রান্তের যেকোন চিকিৎসক এগিয়ে যাবে। বিশ্বের যেকোনো জায়গাতেই যাক না কেন সে কলকাতাতেই সর্বোত্তম পরিষেবা পেয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, পরে তার আবার একটি এনজিওপ্লাস্টি করতে হবে। তবে কালকেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং সে বাড়ি গিয়ে কিছুদিন বিশ্রাম নেয়ার পর আবার কাজ শুরু করতে পারবে।”

এছাড়াও এদিন দেবী শেট্টি সৌরভের অসুস্থতার প্রসঙ্গ টেনে সাধারন মানুষের সুস্বাস্থ্যের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “১৫ বছর আগে থাকতে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা কথা জানতে পারা যেত। যদি সে বছরে একবার করে হলেও মেডিকেল চেকআপ শুরু করতো। তাই বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে প্রতি বছরে একবার করে মেডিকেল চেকআপ শুরু করে দিন।”