Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আবার বিয়ের প্রস্তাব, ভিক্টোরিয়ার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ, লজ্জায় লাল অভিনেত্রী, ভিডিও

Updated :  Wednesday, February 9, 2022 7:06 PM

ভালোবাসার মাস এসে গিয়েছে। আর কদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। আর সেই দিনটি আসার আগেই আরো বেশ কয়েকটি দিন পালন করেন প্রেমিক-প্রেমিকারা। আর তার মধ্যে একটি অন্যতম দিন হল প্রপোজ ডে। আর এই দিনেই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জী প্রকাশ্য রাস্তায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে হাঁটু গেড়ে বসে দেবলীনাকে পুনরায় দিলেন বিয়ের প্রস্তাব, যা শুনে রীতিমতো লজ্জায় লাল অভিনেত্রী।

এই তারকা জুটি সাধারণের বেশ পছন্দের। তাদের সম্পর্কের কথা সামনে আসার পর থেকেই, তাদের অনুরাগীর সংখ্যা বেড়ে গিয়েছে আরও। কয়েকদিন আগেই তারা নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন। সেই একবছরের বিবাহবার্ষিকী পালনের কিছু মুহূর্ত নিজেরাই শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি বিবাহ বার্ষিকীর আগেই তারা ঘুরে এসেছেন লন্ডনে। তাদের সেই ছুটি কাটানোর একাধিক ভিডিও ও ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ার পাতায়। নিজেদের অবসরে তারা একে অপরের সাথে সময় কাটাতে তারা পছন্দ করেন। মাঝে মাঝে সেই সময় কাটানোর কিছু মুহুর্ত শেয়ার করে নেন তাদের ভক্তদের সাথে, তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

বর্তমানে তারকা হিসেবে তারা নিজেদের ফিটনেস নিয়ে ভীষণভাবে সচেতন। তাদের প্রতিদিনের রুটিনে শরীরচর্চা ও সাইক্লিং করা অবশ্যই ভাবে থাকে। মঙ্গলবার অর্থাৎ প্রপোজ ডের দিন অন্যান্য দিন গুলোর মতই তারা সাইক্লিং করতে বেরিয়ে ছিলেন। তাদের সাথে ছিল তাদের চেনা পরিচিত দল। এদিন তারা সাইক্লিং করে পৌঁছে গিয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। যা শহর কলকাতার অন্যতম ঐতিহ্য। আর সেখানেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পিছনে রেখে প্রকাশ্য রাস্তায় হাঁটু গেড়ে বসে নিজের স্ত্রী দেবলীনা কুমারকে আবারও বিয়ের প্রস্তাব দিলেন। যা শোনা মাত্রই রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি তিনি হাসতে হাসতে বলে ফেলেছিলেন “আবার!” এই পরিস্থিতিতে মুখে হাসি ধরছিল না গৌরবেরও। একে অপরের সাথে তারা চুটিয়ে সংসার করছেন, তা বলাই বাহুল্য।

সম্প্রতি অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন নেটমাধ্যমের পাতায়। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন লিখে জানিয়েছেন, অভিনেতা কখনোই নিজের ভালবাসার অভিব্যক্তি এইভাবে করেন না। তিনি ‘আই লাভ ইউ’ কথাটাও খুব কম বলেন। তবে বিয়ের পর অভিনেত্রী সবকিছুর সাথেই মানিয়ে নিয়েছেন। তবে এদিন যা ঘটেছে তা সবটাই মনি দাসের জন্য সম্ভব হয়েছে। এখানে মনি দাস বলতে মহেন্দ্র সোনিকে বুঝিয়েছেন অভিনেত্রী। তবে এতকিছুর মধ্যেও ঘটনাটি বেশ ভালো লেগেছে অভিনেত্রীর, তাই নিজের অনুরাগীদের সাথেও ভাগ করে নিলেন সেই সুন্দর মুহূর্তটা। এই ভিডিওটি দেখে পছন্দ করেছেন নেটনাগরিকদের পাশাপাশি এই তারকা-জুটির সকল অনুরাগীরাও।