বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে সোনামিকা ওপার বাংলার গানের তালেই মন মাতিয়েছেন নেটজনতার একাংশের। ২ মাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকেই নিজের এই ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে সেই ঝলক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে ৫ লাখেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে সোনামিকাকে হলুদ রঙের ঢাকাই শাড়িতে, মানানসই সাজে ওপার বাংলার গান ‘ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল’এর তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নিজের বাড়ির ছাদেই নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি। তিনি যে এই ধরনের নাচের ভিডিও বানাতে যথেষ্ট দক্ষ, তা আলাদাভাবে বলার নয়। পাশাপাশি তিনি যে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও বটে সেকথা তার নাচের ভঙ্গিমাতেই স্পষ্ট। আপাতত, ওপার বাংলার এই গানের তালেই তাল মিলিয়ে একাংশের মাঝে পুনরায় চর্চিত সোনামিকা।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases