Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাঁচা বাদাম গানে তুমুল ড্যান্স চাহালের বউ ও শাশুড়ির, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, February 16, 2022 7:35 PM

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’। বীরভূমের ভুবন বাদ্যকরের কন্ঠে ভাইরাল হয়েছিল এই গান। মাঝে এই গান নিয়ে উন্মাদনা কমলেও, বর্তমানে আবারো রীতিমতো এই গান ট্রেন্ডে চলছে। এই গানের একটি ট্রেন্ডিং ডান্স স্টেপও তার সাথে ভাইরাল হয়েছে। সাধারণ থেকে তারকা সকলেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। সম্প্রতি এই ট্রেন্ডে গা ভাসালেন ভারতীয় দলের যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী চাহাল।

ধনশ্রী নিজে একজন ডান্স কোরিওগ্রাফার। নাচের জগতের সঙ্গে যুক্তও তিনি। প্রায়ই নিজের নাচের ভিডিও শেয়ার করেন নেটমাধ্যমে, যা রীতিমতো ভাইরাল হয়। মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ভীষণভাবে ভাইরাল হতে দেখা যায় নেটদুনিয়ায়। ধনশ্রীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। এই মুহূর্তে বাংলা গানে মেতে উঠেছেন তিনি। নিজের সবসময়ের ভালোবাসার মানুষের সাথে রিল ভিডিওটি বানাতে দেখা গিয়েছে তাকে। ভারতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডের স্পিনার যুবেন্দ্র চাহাল এখন জাতীয় দলের সাথে কলকাতায় রয়েছেন। এবারের ভ্যালেন্টাইন্স ডে একাই কাটাতে হয়েছে ধনশ্রীকে। তবে সেই দিনটা খারাপ কাটাননি তিনি, তার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়াতেই।

ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে ধনশ্রীকে বেশ অনেকগুলো ভিডিওতে তার মায়ের সাথে নাচ করতে দেখা গিয়েছে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডের দিন কাঁচা বাদাম গানে নিজের মায়ের সাথে নেচে রিল ভিডিও বানালেন ধনশ্রী চাহাল, যা এখন রীতিমত ভাইরাল। তিনি নাচে পারদর্শী তা তাকে দেখেই স্পষ্ট হয়। বাংলা গানে ধনশ্রীর নাচ মুগ্ধ করেছে অনেককেই। ভিডিওটি বানানোর সময় সাইড কাটিং লাল ড্রেস পরেছিলেন। ভ্যালেন্টাইন্স ডের দিন শেয়ার করেছিলেন ভিডিওটি। সবসময়ের ভালোবাসার মানুষ অর্থাৎ তার মায়ের কথাই বোঝাতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি তার এই ভিডিওর ভিউজ হয়েছে অনেক, পছন্দও করেছেন অনেকেই।