Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সরষে ক্ষেতে ধনশ্রী ও যুজবেন্দ্র চাহালের ‘DDLJ’ প্রেম, চরম প্রশংসিত নেটিজেনরা

Updated :  Thursday, February 11, 2021 10:49 PM

সম্প্রতি ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra chahal) ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashri verma)-র কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলি উস্কে দিচ্ছে শাহরুখ খান (Shahrukh khan) ও কাজল (Kajal) অভিনীত বলিউডের মাইলস্টোন ফিল্ম ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (DDLJ) -এর নস্টালজিয়া। ছবিগুলিতে যুজবেন্দ্র ও ধনশ্রীকে দেখা যাচ্ছে সরষে খেতে একে অপরের সঙ্গ অনুভব করতে। সদ্য বিবাহিতা ধনশ্রীর পরনে রয়েছে লাল রঙের সালোয়ার কামিজ, গলায় মঙ্গলসূত্র ও কপালে লাল টিপ। যুজবেন্দ্রর পরনে রয়েছে নীল রঙের জ্যাকেট ও টি-শার্ট। যুজবেন্দ্র নিজেই এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অপরদিকে ধনশ্রী নিজের একটি হিপহপ ডান্স ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে ধনশ্রীর ফ্লেক্সিবিলিটি ও নাচের দক্ষতা ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধনশ্রী অসম্ভব দক্ষতার সঙ্গে সঙ্গে নাচতে নাচতেই ব্যালান্স করে উঠে পড়েছেন কো-ডান্সারের কাঁধে। ধনশ্রীর এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

ধনশ্রী রীতিমত নামকরা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। প্রায়ই তিনি নিজের নিত্যনতুন ডান্স ভিডিও পোস্ট করেন এবং নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘ব্লাফ মাস্টার’- এর ‘বুরে বুরে’ গানের সঙ্গে নেচে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ধনশ্রী।

‘বুরে বুরে’ গানের সাথে ধনশ্রী ফ্রিস্টাইল ডান্স পারফরম্যান্স করেছেন যাতে হিপহপের কিছু স্টেপও ব্যবহার করেছেন তিনি। এই ভিডিওতে ধনশ্রীর পরনে ছিল প‍্যাস্টেল সবুজ রঙের ক্রপ টপ ও কালো রঙের স্পোর্টস ব্রালেট এবং সাদা রঙের ট্রাউজার। ধনশ্রীর এই ভিডিওটিও নিমেষেই ওয়ান মিলিয়ন ভিউয়ারস ছাড়িয়েছে। এই ভিডিওতে কমেন্ট করেছেন যুজবেন্দ্রও। তিনি ভিডিওতে কমেন্ট করে লিখেছেন, ধনশ্রীর জন্য তিনি গর্ব বোধ করছেন। কিছুদিন আগেও নববধূর বেশে হিপহপ ডান্স করে ভাইরাল হয়েছিলেন ধনশ্রী।

পেশায় চিকিৎসক ধনশ্রীর নেশা ডান্স যা তাঁকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি করে তুলেছে। তবে একসময় ক্রিকেট ম্যাচে যুজবেন্দ্র খারাপ ফল করেন। কিন্তু একই দিনে ভাইরাল হয় ধনশ্রীর ডান্স ভিডিও। ফলে ধনশ্রীর উপর নেটিজেনদের গিয়ে পড়ে। তাঁরা বলেন, যুজবেন্দ্রর খারাপ ফলের জন্য ধনশ্রী দায়ী। সেইসময় ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি (virat kohli)র স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma) দাঁড়িয়েছিলেন ধনশ্রীর পাশে। তিনি বলেছিলেন, পুরুষদের খারাপ হলেই নারীদের দায়ী করা অন‍্যায় ও অমানবিক। এই ঘটনার কিছুদিন পরেই ধনশ্রীর সঙ্গে যুজবেন্দ্রর বিয়ে হয়। অদ্ভুতভাবে ধনশ্রীর বিয়ের পর থেকেই তাঁর নাচের ভিডিও বেশি ভাইরাল হওয়া শুরু হয়। এমনকি তাঁর সাম্প্রতিক একটি ভিডিওর ভিউ এক ঘন্টার মধ্যেই পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। নেটিজেনদের কাছে আপাতত ‘আই ক্যান্ডি’ হয়ে উঠেছেন ধনশ্রী।