Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dhanush-Aishwarya: ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি, বিবাহবিচ্ছেদ ধনুশ এবং রজনিকান্ত কন্যা ঐশ্বর্যার

Updated :  Tuesday, January 18, 2022 10:00 AM

দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণ সুপারস্টার তথা রাঞ্ঝনা ছবির নায়ক ধনুশ। সোমবার রাত্রি এগারোটা নাগাদ স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন ধনুশ। টুইট করে লিখলেন, ‘১৮ বছরের একসাথে থাকা। বন্ধু দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবল একে অপরের সঙ্গ দেবার এবং বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো। তার সঙ্গে মিলেমিশে যাবার দিন ছিল এই গুলি।’

তিনি আরো লিখলেন, ‘আজ এই মুহূর্তে আমরা দুজন এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্য এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটবো। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেবো। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’

গায়িকা এবং পরিচালক তথা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য ইনস্টাগ্রম প্রোফাইলে এই একই বিবৃতি পোস্ট করলেন। তিনি লিখলেন, ‘আলাদা করে আর এরকম কোন মন্তব্য করার প্রয়োজন নেই, কেবল আমাদের ভালবাসার প্রয়োজন।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সালে ১৮ নভেম্বর ধনুশের সঙ্গে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যের বিবাহ হয়। তাদের দুই পুত্র সন্তান রয়েছে, যাদের নাম যাত্রা এবং লিঙ্গা। ২০০৬ সালে বড় ছেলে জন্ম হয় এবং ২০১০ সালে ছোট ছেলের জন্ম তাদের দুজনের।