Sushant Singh Rajput: সুশান্তের সঙ্গে একবার অডিশন দিয়েছিলেন ত্রিধা! কোন ছবির অডিশন দিয়েছিলেন অভিনেত্রী

দেড় বছর হয়ে গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। তাঁর মৃত্যু আজ ও এক রহস্য । প্রয়াত অভিনেতার অনুরাগীরা তাঁকে আজ ও প্রতি মুহূর্তে স্মরণ করে চলেছেন।…

Avatar

By

দেড় বছর হয়ে গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। তাঁর মৃত্যু আজ ও এক রহস্য । প্রয়াত অভিনেতার অনুরাগীরা তাঁকে আজ ও প্রতি মুহূর্তে স্মরণ করে চলেছেন। শুধু অনুরাগী না পাশাপাশি অভিনেতার সাথে কাজ করেছেন তারাও মিস করেন অভিনেতাকে। ভারতবাসীর কাছে আবেগের নাম হল সুশান্ত সিং রাজপুত। সুশান্তকে কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া মিস করেন। শুধু বলিউড অভিনেত্রী নন পাশাপাশি এই বঙ্গ তনয়াও অভিনেতাকে মিস করেন। কে সেই অভিনেত্রী?

মিশর রহস্য খ্যাত অভিনেত্রী ত্রিধা চৌধুরীর কথা বলছি। অনেকেই হয়তো জানেন না সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি সুপারহিট ছবির জন্য এই বাঙালী অভিনেত্রী একসময় অডিশন দিয়েছিলেন। ভাবছেন তো কি সিনেমার নাম? সিনেমার নাম এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। এই ছবিতে ধোনির বান্ধবীর চরিত্রের জন্য। অবশ্য পরে সেই চরিত্র দিশা করেন। তবে দিশার আগে এই চরিত্রটির জন্য অডিশন দেওয়ার জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ত্রিধা। এই ছবির পরিচালক নীরজ পান্ডের অফিসে সুশান্তের পাশে বসে ত্রিধা এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। অবশ্য তিনি এই ছবির জন্য নির্বাচিত হননি।

Sushant Singh Rajput: সুশান্তের সঙ্গে একবার অডিশন দিয়েছিলেন ত্রিধা! কোন ছবির অডিশন দিয়েছিলেন অভিনেত্রী

সম্প্রতি অভিনেত্রী একটি সংবাদমাধ্যমে দেওয়া এক
সাক্ষাৎকারে এই ঘটনার কথা নিজেই জানিয়েছিলেন আশ্রম খ্যাত অভিনেত্রী। সেখানেই নানান কথার মাঝে সুশান্তের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, যে সুশান্তের সঙ্গে কাটানো ওই মুহূর্তের স্মৃতি তাঁর কাছে আরো বেশি তাজা। ‘এম এস ধোনি’-র স্ক্রিপ্ট রাইডিং সেশনেই ত্রিধাকে নানানভাবে সাহায্য করেছিলেন সুশান্ত। অত জনপ্রিয় একজন বলি-তারকার তরফে এমন সৌজন্যবোধ আর নম্র ব্যবহার পেয়ে অভিনেত্রী বেশ মুগ্ধ হয়েছিলেন ত্রিধা।

Sushant Singh Rajput: সুশান্তের সঙ্গে একবার অডিশন দিয়েছিলেন ত্রিধা! কোন ছবির অডিশন দিয়েছিলেন অভিনেত্রী

এরপর রিয়া চক্রবর্তীর প্রসঙ্গ নিয়েও কথা বলেন ত্রিধা। সুশান্ত বান্ধবীর প্রতি সামান্য ক্ষোভ উগরে ত্রিধা জানান যে রিয়া অত্যন্ত দাম্ভিক একজন মানুষ। ২০১৪ সালে শিমলাতে একটি হিন্দি ছবির শ্যুটিং করেছেন রিয়ার সঙ্গে। এই ছবির পোস্ট প্রোডাকশনের নানান জটিলতার কারণে সে ছবি আজও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে সেই ছবির শ্যুটিংয়ের সময় সুশান্ত বান্ধবীর ব্যবহার দেখে অবাক হয়েছিলেন ত্রিধা। তিনি আরো জানান ‘এই প্রজেক্টে শ্যুটিং এর সময়টুকু ছাড়া তাঁদের মধ্যে বিশেষ তেমন কোনও কথাই হতো না।এককথায় অত্যন্ত পেশাগত সম্পর্ক ছিল আমাদের। আর তাছাড়া রিয়া নিজের মতো সবসময় প্রচন্ড ব্যস্ত থাকতেন। বর্তমানে রিয়া এবং তাঁর মধ্যে প্রচুর কমন বন্ধু থাকা সত্ত্বেও তিনি আর রিয়ার সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেননি।