Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রচনার সঙ্গে একই মঞ্চে নুসরত, খুঁজলেন মিমির জন্য ইন্টারন্যাশনাল পাত্র

Updated :  Saturday, January 30, 2021 9:27 AM

এবার ছোট পর্দায় দেখা গেল টলিউডের রুপোলি পর্দার নায়িকাদের। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এর একটি বিশেষ পর্বে এসেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat jahan), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), পায়েল সরকার (Payel sarkar)।  ‘দিদি নং 1’ সঞ্চালনা করেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।   জি বাংলার ফেসবুক পেজে এই বিশেষ পর্বের প্রোমো শেয়ার করে ক্যাপশন দিয়ে লেখা হয়েছে, ‘দিদি নং 1’-এর মঞ্চে সেলিব্রিটি দিদিদের চড়ুইভাতি।

প্রোমোতে দেখা গেছে, ‘দিদি নং 1’-এর মঞ্চে টলিউডের নায়িকা দিদিদের জন্য ছিল হরেক রকম খেলার আয়োজন।  এমনকি বাদ যায়নি নাগরদোলায় চড়াও। শৈশবে নাগরদোলায় চড়ার অভিজ্ঞতা মনে পড়ে গিয়েছিল নায়িকা দিদিদের।  মেয়েবেলার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করলেন নুসরত, তনুশ্রী, পায়েল, মিমিরা।  এর মধ্যেই উঠে এল মিমির বিয়ের কথা। তাঁর প্রিয় বান্ধবী  নুসরত জানালেন, তিনি মিমির জন্য এমন একজন পাত্র খুঁজছেন যাঁর লুক ইন্টারন্যাশনাল হলেও  মনে-প্রাণে তিনি হবেন বাঙালি।  ‘দিদি নং 1’-এর নায়িকা স্পেশ‍্যাল পর্ব জমে উঠেছিল অনীক ধর(Anik Dhar)-এর গান ও অভিনেতা কাঞ্চন মল্লিক (kanchan  Mullick)-এর হাস্যকৌতুকে।

‘দিদি নং 1’-এর মঞ্চে মিমির পরনে ছিল সবুজ রঙের গর্জাস সালোয়ার কামিজ।  নুসরত পরেছিলেন নীলাম্বরী শাড়ি।  পায়েল পরেছিলেন হলুদ রঙের গাউন।  কালো রঙের ডিজাইনার ব্লাউজের সঙ্গে ইন্দো-ওয়েষ্টার্ন স্টাইলে শাড়ি পরেছিলেন তনুশ্রী। কিন্তু বিভিন্ন রঙের সুতোর কারুকার্য করা কালো শিফন শাড়ি ও ফুলস্লিভ কালো ব্লাউজে সমস্ত আলো শুষে নিলেন রচনা। আরও একবার তিনি প্রমাণ করে দিলেন দিনের শেষে  তিনিই আসল ‘দিদি নং 1’।