লকডাউনের ফলে প্রকৃতির একের পর অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করছে মানুষ। কখনো রাস্তায় জীবজন্তুদের আনাগোনা, কখনো আবার নদীর স্বচ্ছ জল কিংবা পাহাড়ের আশ্চর্য রূপ। তবে এবার এক অবাক করা কান্ড ঘটছে দিঘাতে। দিঘার সমুদ্রে দেখা যাচ্ছে পেজা তুলোর মতো সাদা সাদা বরফ। গরমে এই বরফ দেখে রীতিমত অবাক দিঘাবাসী।
এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। শুক্রবার রাতে ঝোড়ো হওয়ার সাথে সাদা সাদা কিছু আকাশ থেকে পড়তে দেখা গেছিল। যা দেখে বরফ মনে হয়েছে। প্রথমে আতঙ্কিত হলেও পরে জানা গেছে সমুদ্রের জলোচ্ছাসের কারণে সাদা তুলোর মতো ফেনা আকাশে উড়ছিল। যা দেখে মনে হবে কাশ্মীরের তুষারপাত কিংবা সিমলার বরফ।
সাধারণ মানুষেরা সুন্দরী দিঘার এই মনোরম রূপ দেখে মুগ্ধ হয়ে গেছেন। যদিও লকডাউনের জেরে পর্যটক শূন্য থাকায় পর্যটকদের এই দৃশ্য দেখার সুযোগ হয়নি। বিশেষজ্ঞদের মতে, লকডাউনের জন্য সব বন্ধ থাকায় সমুদ্রের জল এখন পরিষ্কার হয়েছে। ঝড়ের জন্য সমুদ্রের জলের ঢেউ বাড়ে। আর সেই ঢেউ থেকে লবনাক্ত জল ফেনায় পরিণত হয়ে বাতাসে বরফের মতো ঘুরে বেড়ায়। তবে সে যাই হোক লকডাউনের জেরে প্রকৃতির অসাধারণ রূপ মানুষ উপলব্ধি করতে পারছে।