নিউজরাজ্য

পর্যটকদের জন্য সুখবর, আজ থেকেই খুলে যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত

Advertisement

করোনার জেরে বন্ধ ছিল বিভিন্ন দোকানপাট থেকে সমস্ত পরিষেবা। একপ্রকার গৃহবন্দী অবস্থায় ছিলেন সাধারণ মানুষ। তবে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে সুখবর। কারণ, আজ থেকেই খুলে যাচ্ছে বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা। জানা গিয়েছে, দীঘা-শংকরপুর হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশানের কর্মকর্তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে স্থির হয়েছে, দীর্ঘ লকডাউনের পর এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই অঞ্চল।

এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার হোটেল গুলিকে সবুজ সংকেত দিয়েছে। আগামী ৮ই জুন থেকে খুলে যাবে সব হোটেলগুলি। করোনা আবহে রীতিমতো আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলো হোটেল মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও আপাতত সমুদ্র ও শহর লাগোয়া ৩০ শতাংশ হোটেলকেই খুলতে বলা হয়েছে। কর্মী সংখ্যাও কম রাখা হবে।

অন্যদিকে হোটেল খোলার ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। হোটেলগুলিকে প্রতিনিয়ত স্যানিটাইজ রাখা এবং করোনা যাতে না ছড়ায় সেদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কোনও কর্মী অসুস্থ হলে তার দায়ভারও নেবে হোটেল কর্তৃপক্ষ। এছাড়া হোটেলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হবে। শুধু তাই নয় পর্যটন শহর খোলার সঙ্গে সঙ্গে নজরদারি চালাবে দীঘা প্রশাসনসহ স্বাস্থ্য দফতর। তবে এখনই গ্রামগঞ্জের হোটেলগুলিকে না খোলার নির্দেশ দিয়েছে সরকার।

Related Articles

Back to top button