Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘পার্টির থেকে ব্যক্তিগত স্বার্থ বড় হলে সমস্যা হয়’, বেসুরোদের রগড়ে দিলেন দিলীপ

সৌমিত্র খাঁ এবং বাবুল সুপ্রিয়কে একসাথে তাদের মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ

Advertisement

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দিলীপ ঘোষ বনাম বেশ কয়েকজন নেতার অন্তর্দ্বন্দ্ব একেবারে চরমে। বহু নেতা বর্তমানে এমন আছেন যারা দল বিরোধী মন্তব্য করে চলেছেন লাগাতার। যারা এতদিন ধরে বিজেপি করতেন সেই সমস্ত নেতারা আজকে এই সমস্ত মন্তব্য করছেন। অন্যদিকে যারা তৃণমূল থেকে এসেছেন তারা আবার অন্য সুরে কথা বলছেন। সব মিলিয়ে বর্তমানে বিজেপির অন্দরে শুরু হয়েছে জল ঘোলা। বাবুল সুপ্রিয় থেকে সৌমিত্র খাঁ সবার পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

এবারে এই সমস্ত পোস্ট নিয়ে নিজের পরিষ্কার মন্তব্য জানিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বললেন, “পার্টির পক্ষ থেকে সবাইকে সবকিছু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। যাদের বুঝতে অসুবিধা আছে তাদের হয়তো কিছু গন্ডগোল আছে। আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম, কাজে লাগেনি। যখন দলের স্বার্থের থেকে নিজের স্বার্থ বড় হয়ে যায় তখন সমস্যা তৈরি হয়। পার্টি যেভাবে যাদের উপর ভর করে গিয়েছিল সেই ভাবে এগিয়ে যাবে।”

দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পর কার্যত বিজেপি শিবিরে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে সৌমিত্র খাঁ ফেসবুকে একটি লাইভ করেছিলেন যেখানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে সরাসরি কটাক্ষ্য করেছিলেন। তিনি বলেছিলেন বিরোধী দলনেতা নিজেকে জাহির করছেন আর দিল্লিতে গিয়ে ভুল বুঝাচ্ছেন। আর দিলীপ ঘোষকে খোসা দিয়ে বলেছিলেন আমাদের রাজ্য সভাপতি অর্ধেক বোঝেন অর্ধেক বোঝেন না। যদিও সৌমিত্রের ইস্তফার গল্প এখন অতীত, আগেরবারের মতো তিনি আবারও তৃতীয়বারের জন্য ইস্তফা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই আবার ফিরে চলে এলেন নিজের পুরনো পদে।

তবে এখানেই শেষ নয়, আজকে আবারো একটি ফেসবুক পোস্ট করেছেন সৌমিত্র খাঁ। সেখানে তিনি লিখেছেন, “জল দুধের সাথে বন্ধুত্ত করলো এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জল কে বলল,তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব এবং আজ থেকে তুমি আমার দামে বিক্রি হবে। তাই দুধকে যখন ফোটানো হয় তখন জল বলে এবার আমার বন্ধুত্ব পালন করার পালা তাই তোমার থেকে আগে আমি মৃত্যুবরণ করবো। তাই জল আগেই শেষ হয়ে যায়। যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যুবরণ করতে দেখে তখন নিজে উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন দুধ আবার শান্ত হয়ে যায়…..একফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্ব কে আলাদা করে দিতে পারে।”

অন্যদিকে আবার, দিন কয়েক আগে বাবুল সুপ্রিয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া মাধ্যমে। সেখানে তিনি কার্যত বিজেপি নেতৃত্ব কে কিছুটা কটাক্ষ করেন। দিলীপ ঘোষ সেই পোস্টকে কেন্দ্র করে পাল্টা জবাব দেন, “উনাকে তাড়িয়ে দিলে ভালো হতো? ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন কেউ তো এমন লেখেননি।” দিলীপ ঘোষের ওই কথার পরবর্তীতে আবার বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়াতে বলেন, “আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। নড্ডাজি ফোন করে আমাকে বলেছেন আমাকে সংগঠনের কাজে লাগানো হবে। আমাকে বাদ দেওয়ার কথা যিনি বলেছেন তিনি ব্যাপারটি বুঝতে পারেননি।”

Related Articles

Back to top button