নিউজপলিটিক্সরাজ্য

রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথের লেখা লাইন পাল্টে দিলেন দিলীপ ঘোষ

রবীন্দ্রনাথের কবিতা নিয়ে পুনরায় বিতর্কের মুখে বিজেপি রাজ্য সভাপতি

Advertisement

বিজেপির বিরুদ্ধে চিরকালীন অভিযোগ বিজেপি নাকি বাংলা সংস্কৃতির ব্যাপারে তেমন কিছুই জানেনা। আর তারা নিজেদের বাঙালি প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু, বাংলার ব্যাপারে তারা বেশ কয়েকবার ভুল করেছে বটে। একবার বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বিরসা মুন্ডার পরিবর্তে অন্য একটি শিকারির মূর্তিতে মালা দিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে তারা একাধিকবার ভুল মন্তব্য করে এসেছেন। এবারে আবারো একটি ভুল মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথের জনপ্রিয় গানের লাইন ভুল করে দিলেন দিলীপ ঘোষ। যদিও দুই ঘন্টা পরে নিজেই তার ভুল সংশোধন করেছিলেন তিনি। রবিবার দুপুর নাগাদ ফেসবুকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে একটি বড়ো পোস্ট লিখেন দিলীপ ঘোষ। এই পোস্টে তিনি ব্যবহার করেছিলেন সংকচের বিহ্বলতা গানের একটি লাইন। কিন্তু এই লাইনে মুক্ত করো ভয়, এই জায়গায় তিনি তুচ্ছ করো ভয় লিখে দেন।

এই পোস্ট সামনে আসা মাত্রই গোল বাধে। ফেসবুক পোস্টের নিচে একাধিক নেটিজেন তাকে কটাক্ষ করে মন্তব্য করতে থাকেন। যদিও বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বাংলার শিল্পীদের নিয়ে ভুল এই প্রথম নয়।

এর আগেও শান্তিনিকেতন কে রবীন্দ্রনাথের জন্মস্থান বলে বিতর্ক জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবারে দিলীপ ঘোষ বাঙালি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথকে নিয়ে করে বসলেন একটি ভুল পোস্ট। যদিও দু ঘন্টা পরে তিনি ওই পোস্ট সরিয়ে দিয়ে ঠিক লাইন লিখে একটি পোস্ট করেছিলেন।

Related Articles

Back to top button