আজ কামারহাটিতে ‘চায়ে পে চর্চা’- য় যোগ দিতে গিয়ে পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আলোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন নাম না করে ব্যারাকপুর বিধায়ক শীলভদ্র দত্তকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এমনকি এর পাশাপাশি তিনি পানিহাটি পুরসভার পুরপ্রশাসক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পানিহাটি পৌরসভা প্রশাসক নিজের কাজ ঠিকভাবে পালন করছেন না বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না করা নিয়েও সমালোচনা করেন দিলীপ ঘোষ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওসি, আইসির মেরুদণ্ড নেই। পুলিশের জন্য আমার দুঃখ হয়। অন্য চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করুন বেলঘরিয়াতে। টাকা পাবেন। অন্তত আপনার ছেলে বলতে পারবে যে আমার বাবা সবজি ব্যবসা করেন”।