Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন মা নুসরাত জাহানকে মাতৃত্বের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ

বৃহস্পতিবার বেলা পৌনে একটায় পার্ক স্ট্রিটের এর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী মা এবং ছেলে বর্তমানে দুজনেই সুস্থ…

Avatar

By

বৃহস্পতিবার বেলা পৌনে একটায় পার্ক স্ট্রিটের এর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী মা এবং ছেলে বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত তাদের সঙ্গে রয়েছেন। যশ নিজেও বিজেপি টিকিটে চন্ডীতলা আসন থেকে এইবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন।

বৃহস্পতিবার নুসরাতের মা হওয়ার সংবাদ সামনে আসা মাত্রই বিভিন্ন মহলের অনেকেই তাকে শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলের মধ্যে অনেকেই নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও নুসরাতকে মা হবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এবারে নতুন মা নুসরাত জাহানকে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘ অবশ্যই শুভেচ্ছা জানাবো। আমরা মাতৃশক্তিকে সম্মান করি। তিনি আমাদের নতুন নাগরিক দিয়েছেন। তার এবং তার সন্তানের সুস্থতা কামনা করি।’

অন্যদিকে, এসএসকেএম হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটি বৈঠক করে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন তার মাতৃত্বের জন্য। সাংবাদিকদের প্রশ্নের মুখ্যমন্ত্রী গাড়িতে উঠতে উঠতে বলেন, ‘ অভিনন্দন, অনেক অভিনন্দন।’

About Author