বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি। দিলীপ ঘোষ জানিয়েছেন দেবশ্রী রায় প্রসঙ্গে কথা বলতে তাঁর কাছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অনুরোধ করেছেন। আর এই খবর নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। দিলীপ ঘোষ জানিয়েছেন তাঁর কাছে মহুয়া মৈত্রের ফোন আসে। এই ফোনকলের বিষয়টি নিয়েও তিনি খোলাসা করেছেন। দিলীপ ঘোষকে মহুয়া মৈত্র নাকি ফোন করে বলেছেন , ‘দেবশ্রী খুব অবসাদে রয়েছে। আপনাকে খুঁজছে, আপনি একবার কথা বলুন। ওকে দলে নিয়ে নিন। দেবশ্রীকে তৃণমূলও নিচ্ছে না, বিজেপিতেও তাঁর ঠাঁই হয়নি। এমন ক্ষেত্রে রীতিমতো অসুবিধায় পড়ে গিয়েছে দেবশ্রী। তবে তাঁর দাবি যে দেবাশ্রীকে দলে নেওয়ার কোনও রকম প্রতিশ্রুতি দেননি তিনি।
দেবশ্রীকে নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের! জানেন তিনি কি বলেছেন?

Updated : Friday, September 6, 2019 7:11 AM













Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside