মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর চলাকালীন উত্তাল হয়ে ওঠে রাজধানী। সংঘর্ষের জেরে ১৮ জনের নিহত এবং ২০০ এর বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত মানুষদের দিল্লীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পিছনের কারণ হল সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা এবং আইনের পক্ষে থাকা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। সোমবার দিনভর চলে সংঘর্ষ।শুধু তাই নয় মঙ্গলবারও তার রেশ ছিল। একে অপরের দিকে লাঠি, লোহার রড নিয়ে রাস্তায় নামে মানুষ।এই ঘটনায় এলাকার একাধিক দোকানে ভাঙচুরসহ লাগানো হয় আগুন৷এরপর পরিস্থিতি সামলাতে দিল্লীর মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, কারাওয়াল নগরে কার্ফু জারি প্রশাসনের৷
আরও পড়ুন : দিল্লির হিংসা ঘৃণ্যতর, অ্যাসিড ছোঁড়া হল আধাসেনা কর্মীদের দিকে
দিল্লীর এই সংঘর্ষ নিয়ে মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্কের শুরু হয়েছে। বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেন, “যারা পুলিশকে পাথর ছুঁড়ছে, গুলি করছে, তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া উচিত ছিল দিল্লী পুলিশ সেই আচরণই করেছে।” এই এলাকা ছাড়াও চাঁদবাগে সিএএ ও এনআরসির প্রতিবাদে পথে নামেন মানুষ৷ লোহার রড, লাঠি নিয়ে বিক্ষোভ শুরু হলে করতে দেখা পুলিশ লাঠি তাড়া করে বিক্ষোভ তুলে দেয়।