“বাংলার এই হিজড়া পুলিশকে দিয়ে কি হবে?” এইদিন এমনটাই শোনা গেল বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে। উত্তরকন্যা অভিযানের আগের দিন ফের বেলাগাম হতে দেখা গেল বঙ্গ বিজেপি সভাপতিকে। এই দিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন,”কিছু পুলিশ অফিসার আছে বাংলায়। যারা কেবল চামচাগিরি করে। এখনও সময় আছে আপনাদের কাছে, শুধরে যান। আমরা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি ইউনিফর্ম পরেন, ওটা আপনাদের বাপের বাঁ তৃণমূল কংগ্রেসের দেওয়া না।” দিলীপ ঘোষের এই বক্তব্যের উত্তরে সাংসদ সৌগত রায় দিয়েছেন পাল্টা প্রতিক্রিয়া। এইদিন সাংসদ সৌগত রায় বলেন,”দিলীপবাবু একজন অসভ্য লোক। বাংলাটা ও ভালো করে শেখেননি, আধাশিক্ষিত। ওনার নিজেকে সংশোধন করা উচিৎ। অথবা রাজনৈতিক ক্ষেত্র ত্যাগ করা উচিৎ।”
কাল শিলিগুড়িতে গেরুয়া শিবিরের উত্তরকন্যা অভিযান। রবিবার এক কর্মসূচিতে যোগ দিতে পটাশপুরে গিয়েছিলেন বাংলা বিজেপির সভাপতি। তার সাথে ছিলেন পদ্মশিবিরের আরও এক নেতা জয়প্রকাশ মজুমদার। হুডখোলা জিপে ভাষণ দেন সভাপতি মহাশয়। সেখানে তিনি বলেন,”রাজ্য জুড়ে তৃণমূলের লোকজন আমাদের ওপর হামলা করছে। ভাঙচুর করছে আমাদের গাড়ি। আমার গাড়ি ভেঙেছে প্রায় দশ বার। কি হবে বাংলার এই হিজরা পুলিশকে দিয়ে! যদি কোনও রাতে পুলিশের কেউ রেড করতে আসে আপনার বাড়িতে। তবে তাকে ধরে গাছে বেধে রাখবেন। সকালে গ্রামের সমস্ত লোক মিলে বিচার করবেন। আপনাদের টাকায় তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ।”
তার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। এইদিন তিনি বলেন”দিলীপবাবু একজন অসভ্য লোক। বাংলাটা ও ভালো করে শেখেননি, আধাশিক্ষিত। ওনার নিজেকে সংশোধন করা উচিৎ। অথবা রাজনৈতিক ক্ষেত্র ত্যাগ করা উচিৎ।”