Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING : বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে

Updated :  Saturday, November 30, 2019 9:04 PM

রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে হারার পর বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে। এমনটাই জানানো যাচ্ছে দলের এক সূত্রে। গত ২৫ নভেম্বর হওয়া রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের কাছে কার্যত উড়ে গেছিল বিজেপি। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে।

এদিন সে খবর আরও সত্যতা পেলো। ফল প্রকাশের পর থেকেই বিজেপির উপরমহলের নেতাদের নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছিল। তাদের অপসারণের দাবিও উঠছিল। জানা যাচ্ছে দিলীপ ঘোষের জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ ঘনিষ্ঠ ড. আশীষ সরকার। তাকে সামনে রেখেই ২০২১ এ তৃণমূলকে হারানোর লক্ষ্যে ঝাঁপাবে রাজ্য বিজেপি।