‘তৃণমূলদের অক্সিজেনের অভাব পড়ছে, তার দায় কি বিজেপির?’, কটাক্ষ দিলীপ ঘোষের
সুভাষ সরোবর আজ প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে তুলোধোনা করেন
চলতি বছরের প্রথমের দিকে ভারতে করোনা দাপট উল্লেখযোগ্যভাবে কমে গেলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দেশ জুড়ে প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ মানুষ করোনা সংক্রামিত হচ্ছে। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। বেড পাওয়া যাচ্ছে না। গুরুতর অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে অনেক করোনা রোগীর। এই পরিস্থিতিতে তৃণমূল সরকার বারংবার এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী করেছে কেন্দ্রীয় সরকারকে। বারংবার সংক্রমণ নিয়ে মমতা নিশানায় বিদ্ধ হয়েছেন মোদি। এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কার্যত অক্সিজেনের অভাব এর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “আমাদের অক্সিজেনের সরবরাহ কম নেই, তৃণমূলের কম হচ্ছে।”
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায় প্রতিদিন প্রাতঃভ্রমণ করতে বিভিন্ন পার্কে যান। আজ অর্থাৎ রবিবার সকালে দিলীপ ঘোষ সুভাষ সরোবরে প্রাতভ্রমণ করতে গিয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে কটাক্ষ করেছেন তৃণমূলকে। অক্সিজেনের অভাব সম্পর্কে তিনি বলেছেন, “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়ছে, তার দায় বিজেপির কি?” এছাড়াও ভ্যাকসিন প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন, “এখন মোদি প্রত্যেকটি রাজ্যকে নিজেদের মতো ভ্যাকসিন কিনে নেওয়ার ছাড়পত্র দিয়েছেন। এতদিন মমতা বিনামূল্যে ভ্যাকসিন কিনে দেওয়ার কথা বলছিল। এবার সুযোগ পেয়েছেন। এবার উনি বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখাক।”
প্রসঙ্গত উল্লেখ্য, ভোটমুখী বাংলার করোনা পরিস্থিতি ক্রমশ বেহাল হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৮ হাজার ০৬১ জন। করোনায় মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টা সময়ে বাংলা থেকে করোনার শিকার হয়েছেন ৫৯ জন। এই পরিস্থিতিতে বাংলার ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বেগে রয়েছে রাজ্যবাসীরা।