Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভবিষ্যৎবাণী করলেন দিলীপ ঘোষ! শেষ দুই দফা নির্বাচনের আগেই করলেন বিজেপির আসন সংখ্যা প্রকাশ

Updated :  Saturday, April 24, 2021 10:53 AM

একুশে বিধানসভা নির্বাচনের শেষ পর্ব চলছে বাংলায়। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। প্রথম ছয় দফাতে মোট ২২৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর বাকি ৬৯ আসনের নির্বাচন। বাকি ২ টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় তা পিছিয়ে ১৬ মে করা হয়েছে। এই ভোটের শেষ প্রান্তে এসেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। কোন দলের রাজনৈতিক নেতা অন্যদলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করলেন এবং সেইসাথে বিজেপি কত আসন পাবে তার ভবিষ্যদ্বাণী করে দিলেন।

দিলীপ ঘোষ আজ জানিয়েছেন, “বেশ কিছুদিন ধরে বলছি যে প্রথম ছয় দফা নির্বাচনের ২২৩ আসনের মধ্যে বিজেপি ১৬০ আসন পাবে। এরপর বাকি দুই দফা নির্বাচন থেকে ৪০ আসনে বিজেপি জয় যুক্ত হবে। মোটামুটি ২০০ এর বেশি আসন নিয়ে বিজেপি এবার বাংলায় ভোট যুদ্ধে জয়ী হবে।” এছাড়াও তিনি এদিন মমতা সরকারকে কটাক্ষ করে বলেছেন, “বাংলার অত্যাচারিত মহিলারা নিজেদের সুদিন ফিরে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয় যুক্ত করেছিলেন। কিন্তু আখেরে লাভ কিছু হয়নি। মমতা এলেও বাংলার মহিলাদের সুদিন আসেনি। তাই এবার বাংলার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিচ্ছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের প্রতি অত্যাচার এবং রাজ্যের এই কুশাসন বন্ধ হবে।”

এছাড়াও এদিন দিলীপ ঘোষ কথার মাঝে হঠাৎই রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলে বক্তব্য রেখেছেন। তিনি সরাসরি আক্রমণ করে বলেছেন, “তৃণমূল আর পুলিশের মধ্যে এখন কোন পার্থক্য নেই। সোজা ভাবে দাঁড়াতে পারে না পুলিশ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্য পুলিশদের পিঠে শিরদাঁড়া লাগিয়ে দেবো।” এছাড়াও রাজ্যে যে সমস্ত বিক্ষিপ্ত অশান্তি চলছে সেই প্রসঙ্গ তুলে রাজ্য সভাপতি বলেছেন, “তৃণমূল হারের ভয়ে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। ওরা ভাবছে সে দুই দফা নির্বাচনে ভয় দেখিয়ে যদি কিছু ভোট নিজের পকেটে ঢোকানো যায়। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না।”