সম্প্রতি বিয়ে করেছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়। বিয়ের পর প্রথম একসাথে দুর্গাপূজা কাটাতে চলেছেন দীপঙ্কর ও দোলন। তবে এই বছর একসাথে ঠাকুর দেখতে যাওয়া বা কোনো ইভেন্টে অংশগ্রহণ করার প্ল্যান নেই তাঁদের দুজনের । তবে নিজেদের আবাসনের পুজোয় অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন না দুজনেই। বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর বরাবর বিভিন্ন মশলাদার রান্না খেতে ভালোবাসেন। অন্যসময় শুটিং-এ ব্যস্ত থাকার জন্য দীপঙ্করের জন্য রান্নাবান্না করা হয় না,বললেন দোলন।এছাড়া স্বাস্থ্যের কারণে দীপঙ্করকে মশলাদার খাবার থেকে বিরত থাকতেই হয়।তাই দোলন ঠিক করেছেন,এবারে পুজোর কটা দিন তিনি নিজের হাতে দীপঙ্করের জন্য সাবেকি বাঙালি রান্না রাঁধবেন।তার মধ্যে একদিন অবশ্যই দীপঙ্করের প্রিয় মাটন কষাও থাকবে।এছাড়া তাঁর প্রিয় চিতল মাছের মুইঠা রান্না করবেন দোলন।একদিন অবশ্য কন্টিনেন্টাল রান্নাও হবে। দোলন তাঁর নিজের অত্যন্ত প্রিয় কিচেন গার্ডেন থেকে বিভিন্ন সব্জি ব্যবহার করবেন নিজের রান্নায়।
এমনিতেই করোনা অতিমারীর জন্য দীপঙ্করকে বাজারে যেতে দিচ্ছেন না দোলন। আশ্চর্য হলেও এটাই সত্যি যে,এখনো দীপঙ্কর নিজের হাতে বাজার করতে পছন্দ করেন। তারকা হয়ে গেলেও এই অভ্যাস তিনি ছাড়তে পারেননি।তবে করোনা পরিস্থিতির কারণে এখন তা বন্ধ রয়েছে।
সমাজকে তোয়াক্কা না করে দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দোলন ও দীপঙ্কর। তবে শোনা যায়,মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা।তাই দোলন সিঁদুর ও শাঁখা-পলা,নোয়া পরতেন।সম্প্রতি এই বিয়েতেই লাগলো আইনি মোহর।গত 17ই জানুয়ারি কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে 75 বছরের দীপঙ্কর ও 50 বছরের দোলন রেজিস্ট্রি ম্যারেজ করেন। কিন্তু অত্যধিক ধকলের কারণে বিয়ের পরদিন অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর।শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে হসপিটালে ভর্তি করতে হয়।
এই মুহূর্তে দীপঙ্কর দে ও দোলন রায় অভিনয় করছেন জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকে। এছাড়া দোলন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘আলোছায়া’-য় অভিনয় করছেন।