দীপান্বিতা কুন্ডুর অসাধারন নাচের ভিডিও তুমুল ভাইরাল নেট দুনিয়ায়, দেখুন

কৌশিক পোল্ল্যে: ‘পান্তাভাতের কুন্ডু’কে মনে পড়ে? জি বাংলার একটি জনপ্রিয় টিভি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স‘। এই রিয়্যালিটি শো এর মাধ্যমেই বহু উঠতি প্রতিভা আজ বিভিন্নক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজ এমন…

Avatar

কৌশিক পোল্ল্যে: ‘পান্তাভাতের কুন্ডু’কে মনে পড়ে? জি বাংলার একটি জনপ্রিয় টিভি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স‘। এই রিয়্যালিটি শো এর মাধ্যমেই বহু উঠতি প্রতিভা আজ বিভিন্নক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজ এমন একজনের কথা আপনাদের সামনে তুলে ধরব যাকে আপনারা সবাই এক ডাকে চেনেন ‘পান্তা ভাতের কুন্ডু’ নামে। সকলের প্রিয় ও আদরের এই প্রতিযোগীর আসল নাম দীপান্বিতা কুন্ডু, যদিও অভিনেতা মিঠুন চক্রবর্তী মজাচ্ছলে তাকে এই বিশেষ নামে ডাকতেই বেশি পছন্দ করতেন।

উল্লেখ্য শো এর ষষ্ঠ সিজনে আসা প্রতিযোগী দীপান্বিতার কারনে শোয়ের টিআরপি তড়তড়িয়ে বাড়তে থাকে এবং তৎকালীন সময়ের একটি অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হয়ে ওঠে এই ‘ড্যান্স বাংলা ড্যান্স’। ছোট্ট মেয়েটির হাঁটাচলা, কথা বলা, অঙ্গভঙ্গি সবটাই দর্শকদের মন কেড়ে নিয়েছিল, আর তার নাচ নিয়ে মন্তব্য করার কোনো অবসরই নেই। এককথায় অনবদ্য, তার পারফর্মেন্স দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকতেন। সবচেয়ে বেশি ‘গুড লাক বল’এর অধিকারিনী ছিলেন এই ‘এক্সপ্রেশন কুইন’।

বড় হয়ে তাকে কেমন দেখতে হয়েছে তা নিয়ে কৌতুহল তো দর্শকদের মধ্যে অবশ্যই ছিল। সেই সুযোগই করে দিল সোশ্যাল মিডিয়া। সদ্য দীপান্বিতার বর্তমান সময়ের একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হল নেটদুনিয়ায়। জনপ্রিয় গান ‘ভিগি ভিগি রাতো মে’তে তালে তালে মিলিয়ে নাচতে দেখা গেল তাকে। তাদের মুখের সেই মিষ্টি হাসি ও গালের টোল আজও বর্তমান সেই সঙ্গে অসাধারন নাচ ভিডিওতে নতুন মাত্রা যোগ করেছে। নাচ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা, যেকারনে ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার। ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে।

উল্লেখ্য লকডাউনের জেরে বন্ধ স্টুডিওপাড়ার কাজ, সেকারনেই চলতি অনুষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছে এবং তার বদলে পুরোনো স্মৃতি বিজড়িত অনুষ্ঠানগুলি ফিরে পেয়ে খুব খুশি দর্শকরা। চ্যানেলের টিআরপির কথা মাথায় রেখেই একই কারনে এই শো আরও একবার পুনঃসম্প্রচারিত হচ্ছে দুপুর ১২টা থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত। পুরোনো স্মৃতি ঝালিয়ে নিতে এবং দীপান্বিতার নাচ দেখতে অবশ্যই অনুষ্ঠানটি লক্ষ্য করুন। তার অসাধারন নাচের ভিডিওটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।