রাজ্য

শিশু ও বৃদ্ধদের দুধ, বিস্কুট ও হরলিকস বিতরণ করে এক বিশেষ নজির গড়ল সমাজ সেবী কিছু মানুষ

Advertisement

মলয় দে নদীয়া: কিছুদিন আগেই লকডাউন এর ফলে বন্ধ হয়েছিল সমস্ত মিষ্টির দোকান। ফেলা যাচ্ছিল লিটার লিটার দুধ। মূলত সেই দৃশ্য দেখেই , 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তোপখানা পাড়ার বারুদ কালী পূজা কমিটি উদ্যোগ নিয়েছিল , অল্প কিছু অর্থ জোগাড় করে স্থানীয় বৃদ্ধ ও শিশুদের মধ্যে বিতরণ করবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মত প্রতিদিন 4 ঘন্টা করে খোলা থাকছে মিষ্টির দোকান।

 

View this post on Instagram

 

সত্যি প্রসংশা করবার মতো, কাজ !

A post shared by BharatBarta (@bharatbarta) on

ফলে কম দামে কেনার আশা ছেড়ে বাজার চলতি দাম অনুযায়ী দুধ কিনে আজ শিশু ও বৃদ্ধদের মধ্যে বিতরণ করল। সাথে হরলিক্স এর প্যাকেট, এবং একটি বিস্কুটের প্যাকেটও ছিল। এলাকার অধিবাসীরা জানান গতকাল পাড়ার ছেলেরা দিয়ে গেছে চাল-ডাল সোয়াবিন সহ নানা খাদ্যদ্রব্য। আজ দুধ বিস্কুট হরলিকস পেয়ে বাড়তি সুরাহা হলো। উদ্যোক্তাদের মধ্যে থেকে ইমরান খালিফা জানান “অভাব অনটনের মধ্যে পুষ্টিগুণ সম্বলিত কিছু খাবার প্রয়োজন ছিল” চাল ডাল আলু দেওয়ার পর আজকের দুগ্ধ বিতরণ করে সম্পূর্ণ হলো আমাদের মনস্কামনা।

Related Articles

Back to top button