Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ditipriya Roy: বলিউডের স্টাইলে বোল্ড ফোটোশ্যুটে তাক লাগালেন দিতিপ্রিয়া! ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, November 30, 2021 2:23 AM

রানি মা-র খোলস ছেড়ে মাস দুয়েক আগেই বেরিয়ে এসেছেন দিতিপ্রিয়া রায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’তে রানি মার প্রয়াণ হলেও এখনই অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেননি দিতিপ্রিয়া। বালিকা বয়স থেকে টানা ৪ বছর বয়সী রাণী রাসমণির চরিত্রে অভিনয় করে বাংলা টেলিভিশনের পর্দা কাঁপিয়েছেন। এবার বড় পর্দায় কাজ করেই চলেছেন। ইতিমধ্যে পরিচালক পাভেলের সাথে কাজ করা হয়ে গিয়েছে।

বর্তমানে একাধিক ছবির প্রজেক্টের কাজ করছেন তিনি। ভক্ত মহলের চাহিদা দেখে এই মুহূর্তে একের পর এক বিগ প্রজেক্টের ছবি প্রস্তাব নিয়ে পরিচালক প্রযোজকরা হাজির হচ্ছে রানীমার কাছে। বর্তমানে তিনি ‘আয় খুকু আয়’ ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে দেখা যাবে দিতিপ্রিয়ার কে। বাবা মেয়ে সুন্দর সম্পর্কের কথা বলবে বুম্বাদা-দিতিপ্রিয়া জুটি। পাশাপাশি ওয়েব দুনিয়াতে পা রেখেছেন দিতিপ্রিয়া। সদ্য হইচই এর নতুন ওয়েব সিরিজ ‘রুদ্রবীনার অভিশাপ’এ কাজ শেষ করেছেন।

এখন আর দিতিপ্রিয়া ছোট নেই। এই অভিনেত্রীর লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, সবটাই চোখের পলকে বদলে গিয়েছে। এখন এই অভিনেত্রী নিজের স্টানিং ও বোল্ড বিউটি দিয়ে যে পুরুষ হৃদয়ে ঝড় তুলতে পারেন। ফটোশ্যুট হোক বা কোন নতুন ছবি প্রমোশন দিতিপ্রিয়ার প্রতিটি লুক দেখার মতো। নিত্যনতুন অবতারে ফ্রেমবন্দি হতে দেখা যায় আর সেই ছবি নিজের অনুগামীদের জন্য সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে থাকেন দিতিপ্রিয়া।

এরই মাঝে ফের নতুন ফটোশুটে ধরা দিলেন সুন্দরী। বলিউডের কায়দায় এবারে সকলকে তাক লাগালেন দিতিপ্রিয়া রায়। অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে
দেখা যাচ্ছে, গোলাপি স্লিভলেস গাউনের সঙ্গে লম্বা চুল ও ঝোলা দুলের গেটআপ। শ্যুটের এও ভিডিয়োতে দীপিকার ‘ ওম শান্তি ওম’ ছবির ‘ম্যায় আগর কহুঁ’ গান জুড়ে দিয়েছেন। এই সাজেই ফটোশুট করেছেন দিতিপ্রিয়া। আর অভিনেত্রীর
এই লুক মমন ছুঁয়েছে নেটিজ়েনদের। প্রশংসা ভেসে এসেছে কমেন্ট বক্সে। কেউ কেউ আবার দিতিপ্রিয়াকে ‘ক্রাশ’ বলে সম্বোধন করেছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।