Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘রাণী রাসমণি’র কাজ শেষ! পাভেলের হাত ধরে বড় পর্দাতে অভিনয় করবেন দিতিপ্রিয়া

Updated :  Saturday, May 22, 2021 1:51 PM

দিতিপ্রিয়া সাড়ে তিন বছর ধরে করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে অভিনয় করছেন। তবে খুব শীঘ্রই এই ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় শেষ হতে চলেছে। তবে এই ছোট পর্দায় অভিনয় শেষ হলেও বড় পর্দাতে কাজ শেষ হয়নি। হ্যাঁ এই ধারবাহিক শেষ হলে সিনেমার কাজে মন দেবেন অভিনেত্রী। পরিচালক পাভেলের নতুন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। এখনো ছবির নাম জানা যায়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে চলছে। খেলাকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য বুনছেন পরিচালক পাভেল।

লকডাউনের মধ্যে যখন সকলে বাড়িতে সেই সময় নিজের অফিস খোলা রাখছেন পরিচালক মশাই। অফিসের বাকি কর্মচারীদের এখন ছুটি দিয়ে দিলেও নিজেকে কোনো ছুটি দেননি। প্রতিদিন রোজ পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন পাভেল। আর অফিস খুলে পরবর্তী ছবির চিত্রনাট্য লেখার কাজ করছেন। পাভেলের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি দিতিপ্রিয়া। ইতিমধ্যেই ছবির কনট্যাক্ট চুক্তিপত্র সই হয়ে গিয়েছে। দিতিপ্রিয়া জানান, তাঁর হাতে যে টুকু চিত্রনাট্য এসেছে সেটুকু পড়েই বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর। লকডাউন আর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ছবির কাজ শুরু করবেন।

এপ্রিল মাসের শেষে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন দিতপ্রিয়া। এখন সকলেই ভাল আছেন। করোনাকে হারিয়ে রান্যি রাসমনির সেটেও ফিরেছিলেন। তিন দিন শ্যুট করার পর রাজ্যে লকডাউন হয়ে যাওয়ায় ফের গৃহনন্দী এখন অভিনেত্রী। মাঝে মাঝে বাড়িতেই ফটোশ্যুট করছেন। আবার কখনো একান্তে সময় কাটাচ্ছেন। কখনো ছবি এঁকে, বই পড়ে তো গান শুনে এইভাবে এই লকডাউনে দিন কাটছে দিতিপ্রিয়া।

উল্লেখ্য,সিনে জগতে নায়িকা হিসেবে আগেই নাম লিখিয়ে দিয়েছিলেন দিতিপ্রিয়া। আগের বছরই দিতিপ্রিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’ সিনেমাতে অভিনয় করেছেন। এই সিনেমা ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-তে জায়গা করে নিয়েছিল অপুর ট্রিলোজি ‘অভিযাত্রিক’। এখন এই সিনেমা মুক্তির অপেক্ষায়। এছাড়া এবছর অভিনেত্রী দিতিপ্রিয়া অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমায় সাবিত্রি দেবীর চরিত্রে অভিনয় করছেন।