ষ্টেজে ‘কলঙ্কিনী রাধা’ গান গেয়ে ভাইরাল রাণী রাসমণি’র দিতিপ্রিয়া, দেখুন ভাইরাল ভিডিও

দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। 'করুণাময়ী রাণী রাসমণি'র হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে গিয়ে পৌঁছেছেন ১৮ র নব যৌবনা দিতিপ্রিয়া। রাসমণির চরিত্রে যখন তিনি অভিনয় শুরু করেন তখন দশম শ্রেণির ছাত্রী…

Avatar

দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ‘করুণাময়ী রাণী রাসমণি’র হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে গিয়ে পৌঁছেছেন ১৮ র নব যৌবনা দিতিপ্রিয়া। রাসমণির চরিত্রে যখন তিনি অভিনয় শুরু করেন তখন দশম শ্রেণির ছাত্রী ছিলেন দিতিপ্রিয়া। এখনও বহাল তবিয়তে অভিনয় করে যাচ্ছেন ১৮ র বঙ্গতনয়া। অভিনয়ের দক্ষতার পাশাপাশি উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেশ ভালোই করেছিলেন তিনি।

ষ্টেজে 'কলঙ্কিনী রাধা' গান গেয়ে ভাইরাল রাণী রাসমণি'র দিতিপ্রিয়া, দেখুন ভাইরাল ভিডিও

এবারের মহালয়াতে দিতিপ্রিয়াকে ভিন্ন রূপে দেখা যায়। দিতিপ্রিয়া যে ধীরে ধীরে বাঙালী দর্শকদের মন জয় করে নেবে তা আর বলার অপেক্ষায় নেই।

ষ্টেজে 'কলঙ্কিনী রাধা' গান গেয়ে ভাইরাল রাণী রাসমণি'র দিতিপ্রিয়া, দেখুন ভাইরাল ভিডিও

তবে, কিছুদিন আগে দ্বিতিপ্রিয়া একটি স্টেজে কলঙ্কিনী রাধা গানটি গায়। যা গেয়ে ভয়ানক ট্রলের শিকার হয়েছিলেন এই বঙ্গতনয়া। যদিও এর যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী।

https://www.youtube.com/watch?v=OLgDRQzCZ4o&ab_channel=SmitamRoy

সোশ্যাল মিডিয়ায় গত বছরের পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। নববর্ষের সময় মা বাবার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, “এই বছরটা না হয় মজা নাই করলাম, এই বছরটা না হয় নতুন জামা নাই পরলাম, এই বছরটাতে না হয় প্রযুক্তির মাধ্যমেই শুভেচ্ছা সহিত মিষ্টি পাঠালাম”।
অভিনয় আর লেখাপড়ার মাঝে বাকি সময়টা দ্বিতিপ্রিয়া কি করে জানেন? কার সঙ্গে বেশি সময় কাটান? চলুন দেখে নিই নিচের ভিডিওটা।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on