Divorce Photoshoot: বিচ্ছেদ উদযাপন করলেন এই মহিলা, ছবি শেয়ার করেই চর্চিত তিনি
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
তবে সম্প্রতি শালিনী নামের একটি মেয়ের ফটোশুটের ঝলক ভাইরাল হয়েছে। তিনি নিজের বিবাহ বিচ্ছেদকে উদযাপন করেই আলাদাভাবে ফটোশুট করিয়েছেন। যারা বিবাহ বিচ্ছেদকে লজ্জা হিসেবে মনে করেন তাদের জন্য দিয়েছেন বার্তাও। বলাই বাহুল্য, এই মুহূর্তে শালিনীর এই বোল্ড বিচ্ছেদের ফটোশুটের ঝলক নজর কেড়েছে সকলের। এই মুহূর্তে সেই ঝলক নেটজনতার অধিকাংশের মাঝে রীতিমতো ভাইরাল, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে শালিনীকে নিজের প্রাক্তন স্বামীর সাথে তোলা একটি ছবি ক্যামেরার দিকে তাক করেই ছিঁড়তে দেখা গিয়েছে। অবশ্য সেই ছবিতে তার প্রাক্তন স্বামীর মুখ দেখা যাচ্ছিল না। অন্য ছবিতে নিজের বিয়ের ছবি পায়ের তলায় রাগ দেখিয়ে পিষে দিতে দেখা গিয়েছে। আবার আরো এক ছবিতে ডিভোর্স লেখা নিয়েই হাসিমুখে তুলেছেন ছবি।
নিজের এই ফটোশুটের ঝলক শেয়ার করে নিয়ে শালিনী ক্যাপশনে লিখেছিলেন, তার এই বার্তা সেইসব মহিলাদের জন্য যারা কন্ঠহীনতায় ভুগছেন। তিনি নিজের লেখার মাধ্যমে বার্তা দিয়েছেন, একটি বাজে, অসুখী বিয়ে টিকিয়ে রাখার থেকে সেটি থেকে বেরিয়ে আসাই শ্রেয়। এটি নিজের ও নিজের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য জরুরি। তার কথায় বিচ্ছেদ কোন ব্যর্থতা নয়, ইতিবাচকভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটি প্রয়োজন। এই ইতিবাচক পরিবর্তন জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। বিচ্ছেদের পর একা ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। তাই তিনি এই ফটোশুট আর এই বার্তা সেইসমস্ত সাহসী মহিলাদের উৎসর্গ করেছেন। এই মুহূর্তে সেই ঝলকই রীতিমতো শোরগোল ফেলেছে অধিকাংশের মাঝে।