Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের অঘটন বলিউডে, অল্প বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

Updated :  Monday, December 7, 2020 6:55 PM

বিনোদন জগতে আবারও করোনার থাবা, এবার মারা গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর করোনার অভিশাপ পিছু ছাড়ছে না বিনোদন জগতের। এবার মারা গেলেন বলিউড টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী দিব্যা ভাটনগর। মৃত্যুকালে দিব্যার বয়স হয়েছিল 34 বছর। লকডাউনের পর করোনা বিধি মেনে সিরিয়ালের শুটিং করলেও দিব্যা কয়েক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন।

দিব্যা করোনা আক্রান্ত হলে তাঁকে দ্রুত গোরেগাঁও-এর এসআরবি হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু দিব্যার নিউমোনিয়া ধরা পড়ে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দিব্যাকে একশো শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। কিন্তু দিব্যার শারীরিক অবস্থা ক্রমশ সঙ্কটজনক হতে থাকে। রবিবার তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা 71-এ নেমে যায়। রাত 2 টোর সময় দিব্যার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় সেভেন হিলস হসপিটালে। সেখানেই রাত 3 টে নাগাদ চিকিৎসকরা দিব্যাকে মৃত বলে ঘোষণা করেন। দিব্যার বন্ধু মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানান। তিনি বলেন, দিব্যা খুব প্রাণবন্ত মেয়ে ছিলেন। দিব্যার বন্ধু ও পরিবারের কাছে দিব্যার মৃত্যু একটি বড় ধাক্কা। দিব্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মা। দিব্যার মৃত্যুর খবর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়তেই নেমে আসে শোকের ছায়া। দিব্যার সহকর্মীরা ও বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর ইন্সটাগ্রামে দিব্যার আত্মার শান্তি কামনা করেছেন।

পরিবারের বিরুদ্ধে গিয়ে দিব্যা ও তাঁর স্বামী গগনের বিয়ে হয়েছিল। পরিবারের সঙ্গে বিগত ছয় বছর ধরে দিব্যার যোগাযোগ ছিল না। দিব্যা করোনায় আক্রান্ত হওয়ার সময় গগন শহরের বাইরে কাজে গিয়েছিলেন। দিব্যা করোনা আক্রান্ত হলে তাঁকে তাঁর বন্ধুরা গোরেগাঁও-এর এসআরবি হসপিটালে ভর্তি করেন এবং দিব্যার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

‘ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করে দিব্যা জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া তিনি কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘উড়ান’-এ অভিনয় করেছিলেন। করোনা আক্রান্ত হওয়ার আগে অবধি কাজ করে গেছেন দিব্যা। সম্প্রতি তিনি সব টিভির জনপ্রিয় সিরিয়াল ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’তে অভিনয় করছিলেন।