কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকার। তবে রেশন দিলেও দিনের পর দিন রান্নার গ্যাসের দাম রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। উৎসবের মরশুমে গ্যাসের দাম মেটাতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আমজনতার। তবে দিওয়ালির সময় থেকে আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে এবার আপনিও বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার। এই বিশেষ চমকপ্রদ অফারটি দিচ্ছে উত্তরাখন্ড সরকার। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনি যদি উত্তরাখণ্ডবাসী হন এবং আপনার কাছে রেশন কার্ড থাকে তাহলে বিরাট সুখবর আপনার জন্য। রেশন কার্ড দেখিয়ে বছরে ৩ টি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আপনি। ২০২২-২৩ আর্থিক বছরে, অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের তিনটি গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য একটি পয়সাও দিতে হবে না৷ শুধুমাত্র যোগ্য অন্ত্যোদয় রেশন কার্ডধারীরাই রাজ্য সরকারের এই সুবিধা পাবেন। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে মাত্র ৩ টি শর্ত আপনাকে পূরণ করতে হবে। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে প্রথমত আপনাকে উত্তরাখণ্ডবাসী হতে হবে। দ্বিতীয়ত, অন্ত্যোদয় রেশন কার্ডধারী হতে হবে। এছাড়া তৃতীয়ত, অন্ত্যোদয় রেশন কার্ডের সাথে গ্যাস সংযোগ করাতে হবে।
উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কার্ডধারীদের প্রথম সিলিন্ডার দেওয়া হবে। এছাড়াও, দ্বিতীয় সিলিন্ডারটি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় সিলিন্ডারটি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাওয়া যাবে। আপনার যদি রেশন কার্ডের সাথে গ্যাস সংযোগ না থাকে তাহলে দ্রুত গ্যাস এজেন্সির সাথে যোগাযোগ করে নিন। সরকারের নতুন এই স্কিমে লাভবান হতে চলেছেন প্রায় ২ লাখ সাধারণ মানুষ। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য উত্তরাখণ্ড সরকার প্রায় ৫৫ কোটি টাকা খরচ করছে।