Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীপাবলি উপলক্ষে গ্রাহকদের বিশেষ উপহার, গৃহঋণ এর উপরে সুদ কমাচ্ছে ভারতের বিভিন্ন ব্যাংক

Updated :  Wednesday, October 19, 2022 4:21 PM

দেশের অর্থনীতির হাল ফেরানোর জন্য বিগত ছয় মাসে পর পর চারবার রেপো রেট বৃদ্ধি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একদিকে যেমন মুদ্রাস্ফীতি চলছে অন্যদিকে প্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সামাল দিতে রীতিমতো না বিশ্বাস করেছে সাধারণ মানুষের। উৎসবের মরশুমে তাই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবার জন্য এবার গৃহঋণের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে বিভিন্ন বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংক।

দীপাবলির উপহার হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের গৃহঋণ এর উপরে ০.২৫%, সম্প্রতি বন্ধক রেখে ঋণ নেওয়ার ক্ষেত্রে ০.৩০ শতাংশ, এবং অন্যান্য ক্ষেত্রে ০.১৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ৭৫০ ক্রেডিট স্কোর এবং ঋণের অংকের নিরিখে মাত্র ৮.৪ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই সুযোগ আপনারা পাচ্ছেন শুধুমাত্র নভেম্বর মাস পর্যন্ত।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র জানিয়েছে গৃহঋণের ক্ষেত্রে সুদের হারে কি পরিমান ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে গ্রাহকদের ৩০ থেকে ৭০ বেসিস পয়েন্ট এর উপরে। ব্যাঙ্ক অফ বরোদা গৃহঋণের উপরে ৮.৪৫ শতাংশ হারে সুদ নেওয়ার কথা ঘোষণা করেছে। তুলনায় ছোট বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা চাকরিজীবীদের জন্য গৃহঋণের সুদের হার কমিয়ে ৮.২ শতাংশ করেছে। তবে উৎসবের মরশুমে দেশের বিভিন্ন জায়গাতে এরকমই কিছু ডিসকাউন্ট অফার পাওয়া যাচ্ছে।