বিনিয়োগের জন্য বিভিন্ন মাধ্যমের উপরে ভরসা করে থাকে মানুষ। আর যদি ঝুঁকিহীন বিনিয়োগে ভালো সুদে নিশ্চিত রিটার্নের কথা ওঠে, তাহলে অনেকেই চোখ বন্ধ করে ভরসা করেন পোস্ট অফিসের (Post Office Scheme) উপরে। পোস্ট অফিসের বিভিন্ন ধরণের স্কিম গুলি প্রবীণ নাগরিকদের কাছে তো বটেই, কম বয়সী বিনিয়োগকারীদের কাছেও বেশ জনপ্রিয়। তবে এবারে এমন এক খবর প্রকাশ্যে এসেছে যার জন্য মাথায় হাত পড়তে পারে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগকারীদের। যেকোনো সময়েই বন্ধ হয়ে যেতে পারে স্কিম।
পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে শুরু হয়েছে কড়াকড়ি। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং কোনো রকম প্রতারণা এড়াতেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পোস্ট অফিস। ১ লা এপ্রিল ২০২৩ থেকে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে আধার এবং প্যান কার্ডের বিবরণ দেওয়া হয়েছে বাধ্যতামূলক। অন্যথায় বা কোনো অমিল লক্ষ্য করা গেলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে স্কিমে।
২০২৪ এর ৭ মে পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ২০২৪ এর ১ লা মে থেকে প্যান বৈধতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটির সংশোধন হয়েছে। সরকারি সঞ্চয় প্রচার বিধিমালা ২০১ জি এর বিধি ৬ এর বিধান অনুযায়ী, বিজ্ঞপ্তি নম্বর জি এস আর এর মাধ্যমে সংশোধন হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, অ্যাকাউন্টে যে কোনো সময় ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে, যে কোনও আর্থিক বছরে যদি অ্যাকাউন্টে সমস্ত ক্রেডিট ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায় এবং অ্যাকাউন্টে এক মাসে সব টাকা তোলা এবং স্থানান্তর যদি মোট ১০ হাজার টাকা ছাড়িয়ে যায় সেক্ষেত্রে আমানতকারীর কাছ থেকে বৈধ প্যানপ্যান বিবরণ গ্রহণ করতে হবে।
এবার থেকে পোস্ট অফিসে স্কিম এর সুবিধা নেওয়ার জন্য আধার এবং প্যান লিঙ্ক করানো হয়ে গিয়েছে বাধ্যতামূলক। আয়কর বিভাগের সঙ্গে হাত মিলিয়ে পোস্ট অফিসের তরফে প্যান বিবরণের বৈধতা ক্রস চেক করা হবে। আধার প্যান লিঙ্ক করা আছে কিনা এবং নাম, জন্ম তারিখ বৈধ কিনা তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside