বুয়েনাস এয়ার্স: গত সপ্তাহে প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদনা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। দিনক্ষণ হিসেব অনুযায়ী প্রায় এক সপ্তাহ কাটতে চললেও এখনও অনেক ফুটবল প্রেমীর কাছে এই ঘটনা অবিশ্বাস্য। বলতে পারেন মারাদোনার মৃত্যুর রেশ এখনও কাটেনি। আর সেই রেশ কাটার আগেই ‘হ্যান্ড অফ গড’-এর সম্পত্তি নিয়ে দাবিদারদের লাইন লেগে গিয়েছে। তবে মারাদোনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ রয়েছে, তা তার ফুটবল কেরিয়ারের তুলনায় একেবারেই যৎ সামান্য। পরিমাণ শুনলে আপনিও অবাক হবেন।
পুমার মত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছিল মারাদোনার। বেলারুশে ডায়নামো ব্রেস্টে সাম্মানিক প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যে ফুটবল কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন মারাদোনা। কিন্তু তাও যে পরিমাণ অর্থ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা উচিত, তার কিছুই নেই। জানা গিয়েছে, ফুটবলের রাজপুত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থের পরিমাণ মাত্র ৭৫ লক্ষ টাকা।
মারাদোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানিও এ প্রসঙ্গে বলেছেন, ‘মারাদনা ভীষণ উদার প্রকৃতির মানুষ ছিলেন। যদি আপনি জানতে চান যে, মারাদোনার এত বড় ফুটবল কেরিয়ারের জীবনে সঞ্চিত টাকা কোথায় গেল? তাহলে বলব, তাকে ঘিরে থাকা মানুষজন এবং যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মারাদোনার থেকে সাহায্য পেয়েছেন, তাদের জিজ্ঞাসা করুন। অযথা এখানে সময় নষ্ট করবেন না।’ মারাদনা জীবনভর যা রোজগার করেছেন, সেই তুলনায় তার ব্যাঙ্কে তেমন কোনও টাকা নেই। এমনকি কিছু কর মেটানোর জন্য তাঁকে নিজের একটি আংটি বিক্রি করতে হয়েছিল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থের পরিমাণ এত কম হওয়ায় অবাক হয়েছে তাঁর অনুগামীরা।