দেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card নিয়ে এই বড় আপডেট জানেন তো? এখনই কিন্তু নিতে হবে এই পদক্ষেপ

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের প্রতিটি মানুষের বায়োমেট্রিক তথ্য এই আধার কার্ডের মধ্যেই থাকে

Advertisement

আপনি যদি এখনো পর্যন্ত নিজের আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে এটাই কিন্তু সব থেকে ভালো সময়। নিজের ঠিকানা নাম জন্ম তারিখ আপনাকে এক্ষুনি আধার কার্ডে আপডেট করে ফেলতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। সকলেই বাড়িতে বসে খুব সহজেই এই কাজটা করতে পারবেন এবং আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১৪ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে এই কাজটা করে ফেলার নির্দেশ দিয়েছে সকলকে। এই তারিখের পরে নিজেদের আধার কার্ড আপডেট করানোর জন্য কিন্তু আপনাকে একটা ফি দিতে হবে। তবে ১৪ ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত কিন্তু আপনারা এই কাজটা একেবারে বিনামূল্যে করতে পারবেন।

কি কি আপডেট করা যাবে?

আপনাদের জানিয়ে রাখি আধার কার্ডের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটা আপনি পরিবর্তন করতে পারেন এই সময়ের মধ্যে। আপনারা সবাই জানেন আধার কার্ড একটি ১২ সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বর যা আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন পরিসেবা গ্রহণের ক্ষেত্রে। প্রতিটি বাসিন্দার বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে এই আধার কার্ড তৈরি করা হয়েছে। সেই কারণে প্রত্যেক বাসিন্দার একটা আলাদা আধার নম্বর রয়েছে। যাদের কার্ড দশ বছরেরও বেশি আগে জারি করা হয়েছিল এবং এখনো পর্যন্ত আপডেট করা হয়নি তাদের জন্যই কিন্তু এই নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত তথ্যের নির্ভুলতা উন্নত করতে এবং ঠিকানা সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট করতে এই নতুন নিয়ম নিয়ে এসেছে। এই আপডেট করা হয়ে গেলে, পরিষেবা আরো ভালোভাবে উন্নত করা সম্ভব হবে।

কিভাবে করবেন অনলাইনে আধার কার্ড আপডেট?

১. প্রথমত আপনাকে UIDAI ওয়েবসাইটে লগইন করতে হবে এবং আপনাকে পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।

২. এরপরে আপনাকে My Aadhaar বিকল্পে ক্লিক করতে হবে এবং মেনু থেকে Update My Aadhaar অপশনটি বেছে নিতে হবে। তারপরে আপনার কাছে আরেকটি নতুন পেজ চলে আসবে, যেখানে আপনাকে Document Update অপশনে ক্লিক করতে হবে।

৩. এই নতুন পেজে পৌঁছানোর পরে ব্যবহারকারীরা তাদের UID নম্বর এবং ক্যাপচা কোড দেবেন। এরপরে আপনাকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপরে ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা লগইন করতে পারবেন।

৪. এরপরে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে কোন কোন তথ্য আপনি আপডেট করতে চান। আপনার কাছে একটি তালিকা আসবে এবং সেখান থেকে আপনাকে সঠিকভাবে সবকিছু পূরণ করতে হবে। সবকিছু ঠিকঠাক পরিবর্তন হয়ে গেলে, আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

৫. এরপরে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে Submit Update Request অপশনে ক্লিক করে। এরপরে ব্যবহারকারীরা তাদের অনুরোধের করতে পারবেন এসএমএসের মাধ্যমে। যদিও, আপনাদের জানিয়ে রাখি, আইরিস স্ক্যান, আঙ্গুলের ছাপ এবং ফটোগ্রাফের মত বায়োমেট্রিক আপডেট, কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না। এটার জন্য আপনাকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে সেখানে প্রয়োজনীয় ফি দিয়ে তবেই কাজটা করতে হবে। অন্যান্য তথ্য যেগুলোর প্রয়োজনীয় নথি পাওয়া সম্ভব সেগুলোই আপনি করতে পারবেন আপডেট।

Related Articles

Back to top button