ভাইরাস আক্রান্ত হবার আশঙ্কায় অন্ধ্রপ্রদেশে পোল্ট্রি মুরগি খাওয়া থেকে সাধারণ মানুষকে সাবধান করলো সেখানকার চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছে অন্ধ্রপ্রদেশের পূর্ব এবং পশ্চিম গোদাবরী জেলায় ভাইরাস VVND এর খোঁজ পাওয়া গেছে। বিগত কয়েকদিনে ওই এলাকায় কয়েক হাজার পোল্ট্রি মুরগি মারা গেছে বলে জানা গেছে। এই ঘটনার পর অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় পোল্ট্রি মুরগি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
যদিও ওই এলাকা গুলিতে খোলা বাজারে মুরগি বিক্রি বন্ধ হয়নি এখনও। চিকিৎসকরা অন্ধ্রপ্রদেশ সরকারকে আবেদন করেছেন জোট শীঘ্রই সম্ভব এই মুরগি গুলোকে নিধন করার জন্যে। সাধারণ মানুষকে সতর্ক হওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যের চিকিৎসকদের তরফে। স্থানীয় সাংসদও সাধারণ মানুষকে আবেদন করেছেন রোগাক্রান্ত মুরগীর মাংস না খাওয়ার জন্য।
অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশাতেও এই ভাইরাস দেখা গেছে। ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে যেসমস্ত মুরগি বা মুরগি জাত খাবার আসছে সেগুলোতে ভাইরাস নিরোধক স্প্রে করে তবেই পশ্চিমবঙ্গে আনা হচ্ছে।