আন্তর্জাতিকনিউজ

ভোটের মুখে বড় ঘোষণা ট্রাম্পের, অক্টোবরে তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন

Advertisement

ওয়াশিংটন: করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে বিশ্ব বাজারে আসবে, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। ইতিমধ্যেই রাশিয়া তাদের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে। চিনও একপ্রস্থ জানিয়ে দিয়েছে যে, আগামী নভেম্বরে তাদের তৈরি ভ্যাকসিন বাজারে আসবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিনও এগিয়ে আছে। এমতাবস্থায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার দেশ অর্থাৎ আমেরিকা কী বলছে? তাদের ভ্যাকসিন কবে আসছে বাজারে? এই প্রশ্ন কার্যত ঘোরাফেরা করছে মার্কিনবাসীদের মনে। করোনা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহেই তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন।

মঙ্গলবার টাউনহলে ভোটারদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভ্যাকসিন তৈরির একেবারে দোরগোড়ায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এটা আমাদের হাতে চলে আসবে। এই ধরুন ২ বা ৩ সপ্তাহ।’

এর আগে অবশ্য আগামী নভেম্বরের প্রথমে ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়ে রেখেছিলেন তিনি। তবে এবার তিনি যা বলেছেন তা একান্তই নিজের দিকে ভোটার টানার জন্য বলেছেন বলেই মনে করছে বিরোধীপক্ষ।এমনকি বিরোধীপক্ষের একাংশ দাবি করেছেন যে, ভোটের মুখে কোটি কোটি আমেরিকাবাসীর জীবন সংকটের মুখে ফেলছেন ট্রাম্প। উল্টোদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকাবাসীদের জীবন বাঁচানো সরকারের একমাত্র লক্ষ্য। তাই যেভাবেই হোক এই ভ্যাকসিন অক্টোবরের শুরুতে বা মাঝে তৈরি হয়ে যাবেই। সত্যিই তাই হয় কিনা, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button