ওয়াশিংটন: কিছুতেই হার মানার পাত্র নন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়তে এবার রীতিমতো শর্ত চাপিয়ে বসলেন তিনি। জো বাইডেনের জয় যদি ইলেক্টোরাল কলেজ নিশ্চিত করে, তবেই তিনি ক্ষমতা ছাড়বেন, এমন বার্তাই দিলেন এবার ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর প্রথমবার সাংবাদিক প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এদিন ফের নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলে সরব হন ট্রাম্প।
যদিও এই শর্ত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মুখ বুঝে মেনে নেবেন কিনা, তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি ডেমোক্র্যাটের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তাই ট্রাম্পের শর্ত কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে আমেরিকার রাজনৈতিক মহলে।