“চীনকে উচিত শিক্ষা দিতে তৈরি মার্কিন প্রশাসন”, এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক সাংবাদিক বৈঠকে চীনের প্রতি এভাবেই বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, “করোনা ভাইরাসের জন্য দায়ী চীন। চীনকে এর মাশুল গুণতেই হবে। মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি।” করোনা ভাইরাসের জন্য আমেরিকা সহ সমগ্র বিশ্বের টালমাটাল অবস্থার জন্য প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট দায়ী করে আসছেন চীনকে। এবার এই মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন চীনের বিরুদ্ধে তদন্তে নামবে আমেরিকা।
প্রসঙ্গত, এর আগে জার্মান সরকার জানিয়েছিল করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে চীনকে। জার্মান সরকার ইতিমধ্যেই চীনের কাছে ক্ষতিপূরণ দাবি করে বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই বিষয়ে বলতে গিয়ে এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “জার্মানির মতোই চীনের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা ভাবছে আমেরিকাও। জার্মানির থেকে আরও বেশি ক্ষতিপূরণ চাই আমরা। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। আমেরিকায় করোনা ভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬,৫২১ জনের। আক্রান্ত ১০ লক্ষ ছাড়িয়েছে। সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৩০ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজারের বেশি মানুষের।