Aadhaar Card: ভুলেও আধার কার্ডে করবেন না এই ভুল, মোটা জরিমানার সঙ্গে হতে পারে ১০ বছরের জেল
যেকোনো ভারতীয়ের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। সরকারি কাজে তো বটেই, অনেক বেসরকারি কাজেও দরকার হয় আধার কার্ড। তাই আধার কার্ড সবসময় আপডেটেড রাখা জরুরি। তেমনই খেয়াল রাখতে হবে আধার কার্ডে যেন কয়েকটি ভুল কখনোই না হয়। নয়তো বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। জরিমানা তো হবেই, জেলে পর্যন্ত যেতে পারে।
আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বিভিন্ন প্রয়োজনীয় কাজে দরকার হয় এই কার্ড ছাড়া চলে না। কিন্তু জানেন কি, আধার কার্ডে যদি এই কয়েকটি ভুল করেন তাহলে বড়সড় বিপদে পড়তে হতে পারে। আধার কার্ড তৈরি হওয়ার সময় বায়োমেট্রিক নেওয়া হয়। সে সময় যদি ভুল বা নকল বায়োমেট্রিক দেওয়া হয় তাহলে ধরা পড়লে ১০ হাজার টাকা বা তিন বছরের জেল হতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দুই শাস্তিই হতে পারে।
কেউ যদি আধার কার্ডের নম্বর বা বায়োমেট্রিকের তথ্য পরিবর্তন করেন কিংবা অন্য কারোর আধার নম্বর ব্যবহার করেন সেক্ষেত্রেও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ৩ বছরের জেল হতে পারে। আধার কার্ড যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি তাই প্রতি দশ বছর অন্তর আধার আপডেট করার নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে। কিন্তু কেউ যদি আধার কার্ড তৈরি বা আধার আপডেটের নাম করে যদি কোনো সংস্থা তৈরি করা হয় তাহলেও ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে ৩ বছরের জেলও হতে পারে।
আধার কার্ডের তথ্য যদি বিকৃত করা হয় বা টেম্পারিং করা হয় তাহলেও বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। এক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। অন্যদিকে জেলের শাস্তির মেয়াদ ৩ বছর থেকে বেড়ে ১০ বছর জেলের শাস্তি হতে পারে।