Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভুল করেও ওয়াটার পার্কে মজা করবেন না, এমন ভিডিও সামনে এসেছে – VIRAL VIDEO

Updated :  Friday, September 29, 2023 12:20 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়া, আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রতিনিয়ত এমন অনেক ঝলক ভাইরাল হতে দেখা যায়, যা হয়তো আমরা চিন্তাও করতে পারি না। তবে থেকে থেকে এমন কিছু ঝলক এই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে আমাদের নজরে আসে, যা দেখলে রীতিমতো ভয় লেগে যায়। মজা করতে গিয়েও যে বিপদ ঘটা সম্ভব তাও এই সোশ্যাল মিডিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

বর্তমানে মানুষের বিনোদনের জন্য বহু জিনিস রয়েছে। রয়েছে অনেক ধরনের পার্ক। আর সেইসমস্ত বিনোদনমূলক পার্কের মধ্যে ওয়াটার পার্ক অন্যতম। আর এই পার্কে অনেকেই মজা করার জন্য ওয়াটার রাইডের এক্সপেরিয়েন্স নিয়ে থাকেন। তবে অতিরিক্ত মজা যে বিপদের আভাস, তা আবারো প্রমাণ হয়ে গেল সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই। এই মুহূর্তে এই ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছে নেটজনতার একাংশ। রইল ঝলক।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে প্রথমে এক যুবতীকে উপর থেকে ওয়াটার স্লিপে নেমে আসতে দেখা যায়। নামার সময় হঠাৎই মাঝপথে থেমে যান তিনি। তবে এটি যে বিপদের মূল কারণ, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই ওয়াটার রাইডয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর একজন করে নামানো হয়। এক্ষেত্রে সময়ের একটু হেরফেরের কারণেই আরো এক যুবতী ঐ যুবতীর পিছনে এসে সামলাতে না পেরে জোরে ধাক্কা মেরে দেন, যার ফলস্বরূপ সামনে থাকা যুবতীর শিরদাঁড়ায় আঘাত লাগে। অন্যজনেরও যথেষ্ট গুরুতর ভাবে আঘাত লাগে। বর্তমানে তারা দুজনেই চিকিৎসারত।