লকডাউনে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ ঘোষণা রাজ্যের। লকডাউনের মধ্যে সমস্ত স্কুলগুলিকে ‘আগাম ফি’ না নেবার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট। তিনি শিক্ষা আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, ১৫ মার্চের পর থেকে শিক্ষাবর্ষে স্কুলগুলি আগাম ফি তিন মাসের জন্য নিতে পারবে না। এর সাথেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই ক্লাস করা থেকে বাদ দেওয়া যাবে না। দশম ও দ্বাদশ শ্রেণী ছাড় সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনলাইন ক্লাস ও প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের বিষয়টি দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা ভালো করে দেখার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ১৫ এপ্রিল থেকে উচ্চশিক্ষা ও প্রযুক্তি শিক্ষাকেন্দ্রগুলিকে গরমের ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছেন অশোক গেহলেট। প্রসঙ্গত, বাংলাতেও যাতে ফি না বাড়ানো হয় তাই বেসরকারি স্কুলগুলিকে কড়া নির্দেশ দিয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়।