ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি
স্বস্তির খবর সাধারন মানুষদের জন্য, অবশেষে অনেকটাই দাম কমলো সোনার
Advertisement
গত কয়েক সপ্তাহ ধরেই উর্ধমুখী ছিল সোনার দাম। গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই দাম বেড়েছে সোনার। টানা এক সপ্তাহ পর আজ অনেকটা কমলো সোনার দাম। ৪৪ হাজার ছাড়িয়ে যাওয়া সোনার দাম কমে এলো ৪২ হাজারে। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ০.৭% কমে হয়েছে ৪২,৪৮০ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। রুপোর দাম আজ প্রতি কেজিতে ১.২% কমে হয়েছে ৪৭,০২০ টাকা।
আরও পড়ুন : চাকরিজীবীদের জন্য সুখবর, অগ্রিম তুলে নেওয়া যাবে পেনশনের টাকা
চীনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই প্রতিদিন দাম বাড়ছিল সোনার। গতকাল সোনার দাম সর্বকালীন রেকর্ড করে ৪৪ হাজার ছাড়ায়। সেখানে আজ অনেকটাই দাম কমেছে সোনার। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের আশঙ্কায় যে সোনা দাম প্রতিদিন বাড়ছিল, ভাইরাসের আতঙ্ক কমতে তা ধীরে ধীরে কমছে।