মদ্যপ বাবার তান্ডব, স্ত্রীর সাথে ঝগড়ার জেরে খুন করল দুই শিশু কন্যাকে

উত্তরপ্রদেশ : ফের একবার মদ্যপ বাবার তান্ডব দেখা গেলো। মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝগড়ার জেরে নিজের দুই শিশু কন্যাকে খুন করলো বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুরজপুরে। অভিযুক্ত হরি সোলাঙ্কিকে গ্রেপ্তার…

Avatar

উত্তরপ্রদেশ : ফের একবার মদ্যপ বাবার তান্ডব দেখা গেলো। মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝগড়ার জেরে নিজের দুই শিশু কন্যাকে খুন করলো বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুরজপুরে। অভিযুক্ত হরি সোলাঙ্কিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের সুরজপুরের বাসিন্দা হরি সোলাঙ্কি প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন, এবং প্রতিদিনই তার স্ত্রীর সাথে এই নিয়ে ঝামেলা হতো।

অন্যদিনের মতো গত বৃহস্পতিবারও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের স্ত্রীর সাথে হরির শুরু হয় তুমুল ঝগড়া। এরপরই রাগের বশে এই নৃশংস কাজ করে সে। নিজের দুই শিশুকন্যাকে হত্যা করে। দুজনের মাথায়ই আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। পুলিশের অনুমান, মাথায় আঘাত করেই মারা হয়েছে দুটি শিশুকে।

গত বৃহস্পতিবার ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। ঘটনার পর থেকেই পলাতক ছিল হরি। শুক্রবার পুলিশ এসে বাড়ি থেকে একটি শিশুর দেহ উদ্ধার করে, এবং পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আর একটি শিশুকন্যার দেহ উদ্ধার করে। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় হরি সোলাঙ্কিকে। আপাতত সে পুলিশী হেফাজতে আছে।

About Author