Viral Video: গলায় মালার মতো পেঁচিয়ে সাপের সাথে বিপজ্জনক খেলায় মেতে উঠল এই লোকটি, তারপর যা হল… দেখুন ভিডিও

গ্রামবাসীর হৃদস্পন্দন থমকে গেল। মদ্যপ অবস্থায় এক ব্যক্তি গলায় কোবরা পেঁচিয়ে রাস্তায় হুলস্থূল কাণ্ড ঘটালেন। আন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম গোল্লাপল্লি কोंডা। তিনি নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়ির পাশের মুরগির খাঁচায় একটি কোবরা দেখতে পান। হঠাৎ করেই সাপটি তাঁকে ছোবল মারে। কিন্তু আতঙ্কিত হওয়ার বদলে কন্ডা উল্টো রাগে সাপটিকে ধরে ফেলেন এবং গলায় পেঁচিয়ে নেন। এরপরই শুরু হয় অদ্ভুত কাণ্ড।
গ্রামে আতঙ্ক
ভিডিওতে দেখা যায়, কন্ডা গলায় কোবরা নিয়ে চিৎকার করে ঘুরে বেড়াচ্ছেন। কখনও গ্রামবাসীদের উদ্দেশে বলেন, “তুই আমাকে কাটবি?” আবার কখনও ভয় দেখিয়ে তাঁদের দিকে সাপ ছুঁড়ে মারার ভঙ্গি করেন। এই দৃশ্য দেখে আতঙ্কে গ্রামবাসীরা এদিক-সেদিক ছুটে পালাতে থাকেন।
দ্বিতীয়বার ছোবল
গ্রামবাসীদের বক্তব্য, পুরো ঘটনায় সাপটি কন্ডাকে আরও একবার ছোবল মারে। কিন্তু তাতেও তিনি থামেননি। নেশার ঘোরে ভয়ঙ্কর খেলায় মেতে ওঠেন। পরে গ্রামবাসীরা কোনওরকমে সাহস জুগিয়ে সাপটি তাঁর কাছ থেকে ছিনিয়ে নেন এবং মেরে ফেলেন।
হাসপাতালে ভর্তি
দুই দফা সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন কন্ডা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং বিপদমুক্ত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই অবাক হয়েছেন, আবার অনেকে কন্ডার বেপরোয়া আচরণের সমালোচনা করেছেন। বিশেষজ্ঞদের মতে, নেশাগ্রস্ত অবস্থায় এমন বিপজ্জনক প্রাণীকে হাতে নেওয়া প্রাণঘাতী হতে পারত।
সতর্কবার্তা
সাপ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোবরা ভারতের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। এর ছোবলে সময়মতো চিকিৎসা না হলে মৃত্যুও হতে পারে। ফলে এই ধরনের বেপরোয়া আচরণ শুধু ব্যক্তির নয়, গোটা এলাকার মানুষের জন্যও ভয়ঙ্কর হতে পারে।
నన్నే కాటేస్తావా అంటూ పామును మెడలో వేసుకుని మద్యం మత్తులో వృద్ధుడి హల్చల్
డా.బి.ఆర్.అంబేద్కర్ కోనసీమ జిల్లా, ముమ్మిడివరంలో ఘటన
కోడిగుడ్డు కోసం తన ఇంటి ఆవరణలో కోళ్లను ఉంచిన గంప దగ్గరకు వెళ్ళగా గొల్లపల్లి కొండ అనే వృద్ధుడిని కాటేసిన త్రాచుపాము
దీంతో మద్యం మత్తులో ఆ పామును… pic.twitter.com/fxpmglQxWh
— Telugu Scribe (@TeluguScribe) September 10, 2025