দেশনিউজ

ফের আয়কর রিটার্নের সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র

Advertisement

কেন্দ্রের আর্থিক প্যাকেজের ব্যাখ্যায় আয়কর রিটার্ন দেবার সময়সীমা আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। লকডাউন শুরুর আগে ২০১৯-২০২০ আর্থিক বর্ষে আয়কর রিটার্নের সময়সীমা ৩১ জুলাইয়ের বদলে ৩১ অক্টোবর করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আজ ফের এই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

এছাড়া আয়কর অ্যাসেসমেন্টের সময়সীমা ও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২০। সেটা আজকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২১ করা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এটাও ঘোষণা করেন যে ইপিএফ সদস্যের জুন, জুলাই, আগস্ট মাসের কর্মচারীদের ও নিয়োগকারীদের মাইনের ১২ শতাংশ সরকার দিয়ে দেবে। এই ক্ষেত্রে বরাদ্দ রয়েছে ২৫০০ কোটি টাকা।

সমস্ত চাকুরিজীবীদের জন্য বিশ্বের ব্যবস্থা করা হয়েছে আজকের প্যাকেজে। আগামী ৩ মাসের জন্য বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০% পিএফ কাটা হবে। আর সরকারি কর্মীদের বেতন থেকে ১২% পিএফ কাটা হবে।১৫ হাজারের নিচে বেতনভুক্ত কর্মীদের আগামী ৩ মাস ইপিএফ দেবে সরকার। এর ফলে হাতে বেশি বেতন পাবে ইপিএফ গ্রাহকেরা। যারা নির্দিষ্ট বেতন কোনও সংস্থা থেকে পান না, তাদের ক্ষেত্রে কর কেটে নেবার হার ২৫ % কমানো হচ্ছে। কাল বৃহস্পতিবার ১৪ মে থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত এই কর ছাড় পাওয়া যাবে।

Related Articles

Back to top button