Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Muskan Baby: খোলা স্টেজে অঙ্গ ঝাঁকিয়ে নাচলেন মুসকান বেবি, ভিড়ের মধ্যে ধুতি খুলে দিলেন বৃদ্ধদের

Updated :  Thursday, May 30, 2024 5:28 PM

বিগত কয়েক বছরে হরিয়ানার যুবতীদের হাত ধরে সোশ্যাল মিডিয়া থেকে কমেছে বলিউডের আধিপত্য। যেখানে এক দশক আগে বলে উঠছিল মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম, সেখানে আজ খোলা স্টেজে হরিয়ানার যুবতীদের সাহসী পারফরমেন্স বিনোদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে বিনোদনপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে খোলা মঞ্চে সাহসী ডান্সের ভিডিওগুলি। আর এই তালিকাটি দীর্ঘ করেছেন হরিয়ানার নৃত্য শিল্পীরা। যারা খোলা মঞ্চে সাহসিকতার চরম সীমা উত্তীর্ণ করতেও দ্বিধাবোধ করেন না।

আর হরিয়ানভি ডান্সের ক্ষেত্রে যে নামটি সবার প্রথমে আলোচিত হয়, সেটি হল স্বপ্না চৌধুরী। যিনি বিগত এক দশকেরও বেশি সময় ধরে খোলা স্টেজে বারবার ভেঙেছেন বাধা নিষেধের গণ্ডি। তবে গত কয়েক বছরে স্বপ্না চৌধুরীর একাধিক প্রতিদ্বন্দ্বীকে সাহসের সীমা ছাড়াতে দেখা গেছে। মুসকান বেবি, রচনা তিওয়ারি, সুনিতা বেবির মত একাধিক সাহসী নৃত্যশিল্পীদের খোলা স্টেজে ঘাম ঝরাতে দেখা গেছে।

তবে বর্তমানে মুসকান বেবির যে ভিডিওটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, সেই ভিডিওটি দেখলে আপনিও উত্তেজনা অনুভব করবেন। “স্বপ্না এন্টারটেইনমেন্ট” নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মাস দুয়েক আগে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। যেখানে মুসকান বেবিকে “সুথরি থেকে তুমি” গানে লাল স্যুটে নিজের দেহের প্রতিটি নরম অংশ ঝাঁকিয়ে ডান্স করতে দেখা গেছে। এমনকি খোলা স্টেজে সাহসী পারফরম্যান্স করে বৃদ্ধদের ধুতি খুলে দিতে দেখা গেছে মুসকান বেবিকে। দেখুন ডিজিটাল মিডিয়ায় ভাইরাল হওয়া মুসকান বেবির সর্বশেষ ভিডিও-